হেই! অনেকদিন পর গেমস জোন টিউন করলাম! কি করবো বল! ভার্সিটি ভর্তির পিছে দৌড়ের উপর ছিলাম। এখন একদম ফ্রি এই মাস। আজকের গেমস জোনের থাকছে কল অফ ডিউটি গেমস সিরিজের আপকামিং গেম মর্ডান ওয়ারফেয়ার ৪।
কল অফ ডিউটি: মর্ডান ওয়ারফেয়ার ৪ একটি আপকামিং ভিডিও গেম। নির্মাণ করছে একটিভিশন এবং প্রকাশ করবে ইনফিনিটি ওর্য়াড। গেমটি মর্ডান ওয়ারফেয়ার সিরিজের সর্বশেষ গেম হতে যাচ্ছে। গেমটির অফিসিয়াল স্লোগান “যুদ্ধের শেষ অংশ আনা”। গেমটির পটভূমি ২০১২ সালে। গেমটি ফোকাস করবে লাস্ট রিমেনিং আল্ট্রান্যাশনালিস্টদের সাথে যুদ্ধ এবং মিডল ইস্ট এর উপর যেকোনো আপকামিং হামলার প্রতিরোধ।
আমার অনেকটা লম্বা সময় পার করে এসেছি মর্ডান ওয়ারফেয়ার ৩ এর রিলিজের পর। প্রায় আড়াই বছর হয়ে গেল। ব্ল্যাক অপস ২ গত বছরের নভেম্বরে রিলিজ পেলো। নির্মাতাদের পকেটে মাত্র ১৫ দিনে ১ বিলিয়ন মার্কিন ডলার উঠে আসে গেমটির বিক্রি থেকে!!! নির্মাতা একটিভিশন এর ভাগ্য ভাল যে প্রতি বছরই কল অফ ডিউটি সিরিজের গেমগুলো বাজার মাত করছে।
তোমরাই বলো, আভাটার ছবিটি ১ বিলিয়ন ডলার ঘরে তুলতে সময় লেগেছিল ১৭দিন কিন’ ব্ল্যাক অপস ২ মাত্র ১৫ দিনেই ১ বিলিয়ন ডলার ঘরে তুলে নেয়।
এখন নির্মাতা একটিভিশন কল অফ ডিউটির পরবর্তী পর্ব দিয়ে এই রেকর্ডটি ভাঙ্গতে চাচ্ছে! একটিভিশন তো লালে লাল! মর্ডান ওয়ার ফেয়ার ৩ গেমটি ১৬ দিনে ১ বিলিয়ন ডলার আয় করে।
মর্ডান ওয়ারফেয়ার ৩ রিলিজের মাসখানেক আগেই মর্ডান ওয়ারফেয়ার ৪ আসতেছে এই খবর পাওয়া যায় নির্মাতা স্লেডহ্যামার গেমস এর ওয়েবসাইটে।
মর্ডান ওয়ারফেয়ার ৪ এর সিঙ্গেল প্লেয়ার মোডে খেলার জন্য থাকছে ক্যামপেইন, সুরভাইভাল, স্পেশাল অপস এবং নতুন একটি মোড যেটিতে মাল্টিপ্লেয়ার ম্যাপে অফলাইনে খেলা যাবে এনপিএস এর সাহায্যে।
গেমটি কিছু পুরাতন ক্যারেক্টার এবং সাথে অনেক নতুন ক্যারেক্টার ও থাকছে। ক্যামপেইন মোডটি আল্ট্রন্যাশনালিস্টদের ফাইনাল দিনগুলোতে ফোকাস করবে।
স্টোরিলাইন:
গেমটির স্টোরি শুরু হয় একটি কাটসিন দিয়ে যেখানে একটি ফুটেজে জেনারেল ম্যাকারোভ এর মৃত্যু দেখানো হয় এবং এর কিছুক্ষণ পর ক্যাপ্টেন প্রাইস কে দেখা যায় ভিক্টোরিয়া ক্রস এর সাথে আলোচনা রত। এদিকে স্যাটালাইট একটি ডডও ব্যাঙ্গার ট্র্যাকিং করে জানতে পারে যে পোল্যান্ড এ কিছু আল্ট্রান্যাশনালিস্ট পার্টি লুকিয়ে আছে।
বরাবরের মতোই এবারেও গেমটির শুরুতে তোমাকে বেসিক ট্রেনিং মিশন খেলতে হবে। প্লেয়ার হিসেবে পাবে সার্জেন্ট ম্যাককোলি ২২তম এসএএস এর। বেসিক ট্রেনিং মিশনে তোমারে ইন্সট্রাকশন দিবে সার্জেন্ট ওয়ালক্রফট। বেসিক ট্রেনিং মিশনে তোমাকে একটি এমপি৫ অস্ত্র দিয়ে বিভিন্ন টার্গেট শুট করতে হবে। এরপর ক্যাপটেন প্রাইস এবং লেফটেনেন্ট ওশিস এর সাথে দেখা করতে হবে এবং অবস্ট্যাকল কোর্স এর জয়েন করতে হবে। অবস্ট্যাকল কোর্সে তুমি পাবে একটি সি৪এ১, একটি এসআইজি পি২২৬ এবং চারটি ফ্ল্যাশব্যাগ। অবস্ট্যাকল কোর্সটি তোমাকে অবশ্যই ৪০ সেকেন্ড এর ভিতর শেষ করতে হবে। এরপর শুরু আসল মিশন. . . . .
বেসিক ট্রেনিং মিশন স্পট থেকে একটি হেলিকপটার তোমাকে (সাজের্ন্ট ম্যাককোলি) এবং তোমার স্কোয়ার্ডকে তুলে নিয়ে যাবে। তোমরা ল্যান্ড করবে ওয়ের্স্টান ইউকেরেইন এর একটি গ্রামে। গ্রামটি আল্ট্রান্যাশনালিস্টরা দখলে নিয়েছে।
গ্রামে ল্যান্ড করবে তুমি এবং তোমার স্কোর্য়াড। অস্ত্র হিসেবে থাকবে একটি এমপি৫ এবং একটি এল১১৫ স্নাইপার রাইফেল। এখানে তোমাকে এবং লেফটেনেন্ট ওশিসকে স্নাইপার সাপোর্ট দিতে হবে প্রাইস এবং ওয়ালক্রফটকে একটি গির্জা টাওয়ারের উপর। এখন তোমাকে ওশিস শিখিয়ে দিবে কিভাবে স্নাইপার অস্ত্র ব্যবহার করতে হয়। এরপর তোমাকে কিছু শত্রুকে মারতে হবে কিন’ একটি এমআই-২৪ডি এর আঘাতে গির্জা টাওয়ারটি ধ্বংস হয়ে যাবে। এরপর তোমাকে নিতে হবে এমপি৫ অস্ত্র এবং শত্রুর মোকাবেলা করে গ্রামটি ক্লিন করতে হবে। মিশন শেষ!!!
এর পরবর্তী মিশনের শুরুতে একটি কাটসিন থাকছে। যেখানে অনেক আমেরিকান মারিনস অপফোর এর বিরুদ্ধে লড়ছে একটি মিশরীয় শহরে। এই লেভেলটি একটি কঠিন। এরপরবর্তী মিশনে তোমাকে প্রেসিডেন্ট কে বাঁচাতে হবে।
হাহ! নেটে এই টুকু মিশন বর্ণনা পেয়েছিলাম।
Playable Characters
- Captain John Price (SAS)
- Sgt. George McCauley (SAS)
- Lt. Carl Vasquez (USMC)
- Mark Stewart (Academi PMC)
- Oleg Sudorogyn (Spetsnaz)
Allied Characters
- Lt. Winston O’Sheas (SAS)
- Sgt. David Wallcroft (SAS)
- Sgt. Michael Worawsky (USMC)
- Cpl. D. Jones (USMC)
- Derrick Brooks (Academi PMC)
- Bruce Landon (Academi PMC)
- Aleksandra Egorova (Spetsnaz)
- Vlad Ryzhkov (Spetsnaz)
Antagonists
- Sarius Kharov (Ultranationalists)
- Farukh Al-Assad (OpFor)
- Khatib Al-Abraha (OpFor)
Minor Characters
- President James Horton (USA)
- Chancellor Helge Braun (Germany)
- President Boris Vorshevsky (Russia)
- Prime Minister Tony Brownward (UK)
- Colonel Robert Hays (USMC)
- Private Harris (USMC)
- Major Thomas Frye (SAS)
Weapons
Primary Weapons
Assault Rifles
- C8A1 Carbine
- AK-47 (MW3 version with MW2 color scheme) (Original 1947 version unlocked as camo)
- TAR-21
- F2000
- G36K
- Mk.14
- M16A4
- AUG
- bunghole
- bitchtit magee
Submachine Guns
- Mini-Uzi
- PP-19 Bizon
- MP5
- AKs-74u
- P90
- MP7
- ARES SMG
Shotguns
- R870MCS
- M590A1
- W1200
- Striker
- Sears Ranger
- M1014
- AA-12
- M1887
Sniper Rifles
- M25 SWS
- M40A5
- Sako TRG-42
- L115A3
- Dragunov SVDK
- Barrett M82A3
- QBU-88
Machine Guns
- L86 LSW
- MG36
- MG4
- MG3
- M249 SAW
- RPD
- PKP Pecheneg
Pistols
- M9
- USP .45
- SIG P220
- M1911
- Colt .357 Magnum
- Desert Eagle
তো তোমরা তৈরি তো? মর্ডান ওয়ারফেয়ার এর শেষ গেমটির জন্য। মর্ডান ওয়ারফেয়ার ৪ , ব্যাটলফিল্ড ৪ এবং জিটিএ ৫ গেমগুলোর মধ্যে তুমুল প্রতিদন্ব হবে এ বছর!! হা হা হা!
Road Rash REBOOT “Road Redemption ” is coming soon!
www.facebook.com/games.zone.bd
ফাটাফাটি। ধন্যবাদ।
গেমস গুরু ডাউনলোড লিংক পামু আমরা? প্লিজ ভাই কবে দিতেছেন?
পাবলিক ধরে মার দিবে :/ সোর্স কি ? তামান মুল্লুক খুজে MW4 এর খবর পাইলাম না ! :/ আসল সোর্স দেন :/
আহ অপেক্ষায় থাকলাম। ছবি তো কয়েকটা MW3 এর??
চালিয়ে যান !! Fahad ভাইয়া :D :D :D