আজকাল কেন যেন মনে হচ্ছে মৌলিক চাহিদার একটি অংশ হয়ে গেছে সড়ক দুর্ঘটনা ।খবরের পাতা টেলিভিশনে ইন্টারনেট এমনকি চোখের সামনে দুর্ঘটনা,দুর্ঘটনা,দুর্ঘটনা !!!!
দুর্ঘটনা কি ? কেন ? এত বেশী কেন ?
আমাদের দেশে নিরাপদ সড়ক নেই , অন্যান দেশের লোকাল সড়কের সমান আমাদের হাইওয়ে ?
মেনে নিলাম আমাদের গরীব দেশ কিন্তু রাস্তা ছোট কিন্তু রাস্তা গুল বেওয়ারিশ হয়ে ভাঙাচুরা হয়ে থাকবে কত দিন ?
সকল দোষ চালকের কি ?
নাহ কোন চালক চায়না দুর্ঘটনা সৃষ্টি করতে । তার পরেও মেনে নিলাম চালকের দোষ ?ট্রাফিক আইন জানেনা এমন অনেকে লাইসেন্স পায় কি ভাবে ?
বিদেশে যে দিন কোন ড্রাইভার লাইসেন্সের জন্য অনুমতি পত্র জমা দিতে যায় ।সেদিনি তার দক্ষতার পরীক্ষা নেয়া হয় । এবং যোগ্যতা ভেদে ৩/৭/১০/১৫ দিনের ট্রেনিং স্কুল প্রধান করে ।এবং ট্রাফিক আইন সম্বলিত একটি লোগো কাড ও পুস্তক প্রধান করে ।
২য় ধাপে তার কম্পিউটারের মাধ্যমে ট্রাফিক আইনের পরীক্ষা নেয়া হয় কুইজ আকারে ।
৩য় ধাপে লাইসেন্স প্রধান করা হয় ।
টাকা ও সময় নিয়ে ছিনিমিনি খেলা হয়না লাইসেন্স প্রধান করা হয় । কেউ যদি পরীক্ষায় ফেল করে ২/৩ দিন পরে তার আবার পরীক্ষা নেয়া হয় ।
নিচে আমি একটি ড্রাইভিং স্কুলের লিংক দিলাম ।চালকদের কাজে লাগতে পারে ।
http://www.aboutdrivingschools.com/
আপনাদের সম্যসা জনগণকে বলুন । প্রয়জনে নিরাপদ সড়ক নিমানে সাধারন জনতা যে যা পারে টাকা ও শ্রম দিয়ে সাহায্য করবে ।
সুন্দর।
darun laglo
সুন্দর
ধন্যবাদ
চালকের পাশাপাশি পথচারী বা ভটভটি(নসিমন) র দোষ কম কোথায়?
কিছুদিন আগে এই জিনিশ প্রথন্ম বারের মতো চোখে দেখলাম, মারাত্মক তো ! আমার হেভি পছন্দ হইছে !
খুব গুরুত্ব পূর্ণ কথা বলেছেন
আমি ও ভাভছি একটি অটো রিস্কা কিনব চালানর জন্য ……
দারুন তো!
খুব খারাপ সড়ক ………