আপনারা অনেকেই ফেসবুকের ফ্রেন্ড রিমুভ করা নিয়ে সমস্যায় আছেন। সবার একই প্রশ্ন কিভাবে অনেক ফ্রেন্ড একসাথে রিমুভ করা যায়। আজ তা জানাতে চলে এলাম।
কার্যপদ্ধতিঃ
১। প্রথমে এখানে যান। একটি স্ক্রিপ্ট ইন্সটল করুন। গুগল ক্রোমে সরাসরি এটি ইন্সটল হবে, ফায়ারফক্সে গ্রেসমানকি এড-অনটি ইন্সটল করা থাকতে হবে।
২। চিত্রের মত, Intsall এ ক্লিক করুন। তারপরে সব Install এ ক্লিক করুন। গুগল ক্রোমে Continue এ ক্লিক করুন।
৩। এবার গুগল ক্রোম বা ফায়ারফক্স রি-স্টার্ট দিন।
৪। ফেসবুক একাউন্টে লগ-ইন করুন। ডানপাশ থেকে Account>Edit Friends এ ক্লিক করুন। দেখবেন একটি বক্স এসেছে।
৫। এখন ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডসদের নামের পাশে ঘর দেখতে পাবেন। ঘর সিলেক্ট (টিক দিলে) করলে সে রিমুভ হবে না। আর টিক ছাড়া ফ্রেন্ড রিমুভ হবে। তাই সিলেক্ট অল এ ক্লিক করে সবাইকে নির্বাচিত করুন। যাদের রিমুভ করতে চান, তাদের থেকে টিক তুলে নিন। এবার Delete ALL Except Selected এ ক্লিক করুন। ব্যস, যাদের সিলেক্ট করেন নি তারা খাল্লাস !!!
অনেক কষ্টে টিউন করলাম। কমেন্ট করতে ভুলবেন না।
যা করবেন সাবধানে করবেন। কোনো রকম ক্ষতি হলে আমি দায়ী নই !!!
Vai kono pic ase na.tai apanr kotha ta bujhte parci na.pic asce na kano?
হয় না edit friend কোনন option আসে না
ভালো লাগলো
amer jonno ata onek dorkar so thanks
ধন্যবাদ। কাজে লাগলেই সার্থক এ লেখা।
ভাই কাজের জিনিস। ভাল লাগলো। চালিয়ে যান।
কোনো উপকারে আসলে এই টিউনটি সার্থল হবে। আপনাকে ধন্যবাদ।
দুঃখিত- *সার্থক হবে
চমৎকার একটা টিউন পেলাম প্লাবন ভাই । । ধন্যবাদ
ধন্যবাদ টিটু ভাই।
চমৎকার চমৎকার
ধন্যবাদ ধন্যবাদ
আজব ভাইকে অসংখ্য ধন্যবাদ।
কমেন্ট করতে ভুলিনাই! চমৎকার একটা টিউন প্লাবন। ধন্যবাদ তোমাকে।
ধন্যবাদ পথিক ভাই। আপনি ভুললে খবর ছিল !!!
হা হা হা :-D :-D :-D
কিছুদিন আগে মেনুয়ালী ৫৮ জন ফ্রেন্ডকে ডিলিট করছিলাম ! এখন আপাতত লাগতেছে না ! বরাবরের মতো চমৎকার একটা টিউন পেলাম প্লাবনের কাছ থেকে !
সেইরকম একটা পোস্ট……… ধন্যবাদ আপনাকে
আর কইয়েন না ভাই। অনলাইন সাপোর্ট রিপ্রেসেন্টেটিভ হওয়ার পর মানুষ শুধু এই বিষয় নিয়া জিজ্ঞাসা করে। টিউনারপেজ গ্রুপে এক আপু লিখল, “dhet miya. apnara faltu pura. paren na kicu khali faltu pechal” কন কেমনটা লাগে। তাই রাগে-দুঃখে-অপমানে টিউন করে ফেললাম। ভাবছিলাম আরো সময় নিয়ে ভালো করে করব কিন্তু তা আর হইল না। যাই হোক, আপনাকে আর রাশেদ ভাইকে ধন্যবাদ।
ঐ আপুর আইডিটা আমাকে দেয়া উচিত ছিলো !