মাত্র কিছুদিন আগেই অবমুক্ত হয়েছে মজিলার ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্স এর নতুন সংস্করণ ৫। এটি অবমুক্তির পর বেশ ভালোই সাড়া পেয়েছে বাজারে। তবে ফায়ারফক্স ৫ পুরোনো হতে না হতেই তারা বাজারে নিয়ে আসলো ফায়ারফক্স ৬। ফায়ারফক্স ৫ নিয়ে মজিলা বেশ ভালো রকম প্রচারণা চালালেও ফায়ারফক্স ৬ নিয়ে তেমন কোনো প্রচারণাতে যায়নি তারা। বলতে গেলে বেশ নিঃশব্দেই বাজারে এসেছে নতুন এই সংস্করণ। নতুন এই সংস্করণে অবশ্য বাইরে থেকে চোখে পড়ার মতো তেমন কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি। যেসব উন্নয়ন করা হয়েছে, তার সবই অভ্যন্তরীণ বিষয়। এতে স্টার্ট-আপ টাইম কমানো হয়েছে, পপ-আপ বিজ্ঞাপন প্রতিরোধে দক্ষতা বাড়ানো হয়েছে এবং জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের জন্য স্ক্র্যাচপ্যাড টুল যোগ করা হয়েছে। এর আগে অনেক দেরীতে এই ব্রাউজারের নতুন সংস্করণ বের হলেও ক্রোম এর মত ব্রাউজারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই এই দ্রুত নতুন সংস্করণের দিকে ঝুঁকে পড়েছে মজিলা।—ittefaq
কপি মারা টিউন!!!
ha tarporo jodi kau aktu upokar pi ti chesta korsi.be positive
http://3347-mozilla.voxcdn.com/pub/mozilla.org/firefox/releases/6.0/win32/en-US/Firefox%20Setup%206.0.exe আমিই দিয়ে দিলাম
thanks
এটা কি করলেন ডাউনলোড লিঙ্ক কই
এই নেন লিঙ্ক http://www.mozilla.com/en-US/firefox/new/
আপনি দয়া করে যেখান থেকে কপি করেছেন, সেখানকার সরাসরি লিঙ্ক দিন আপনার টিউনে !
ধন্যবাদ !