বর্তমান সময়ে অনলাইন এ ইনকাম করার একটি বড় সোর্স হচ্ছে ব্লগিং । ফ্রিল্যান্স এ অনেক ব্লগার আছেন যারা ঘণ্টায় ২০-৩০ ডলার ইনকাম করেন । এছাড়া, ব্লগিং একটি সম্মানজনক পেশা । ব্লগার কে সাংবাদিক এর সাথে তুলনা করা হয় । একজন ভালো ব্লগার হতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়;
- আপনার যে বিষয়ে বেশী জ্ঞান আছে সেই বিষয় নিয়ে লিখুন । যে বিষয় তেমন জানেন না সে বিষয় নিয়ে লিখতে যাবেন না । কোন বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য সে বিষয় সম্পর্কে আরও জানুন ।
- এমন কিছু লিখুন যার মাধ্যমে আপনার লেখা থেকে কেউ কিছু শিখতে পাড়েন । কারণ, মানুষ আপনার লেখাটি পড়বে কোনকিছু শেখার জন্য ।
- প্রত্যেকটি আর্টিকেল লিখুন ছোট কিন্তু তথ্যবহুল । যেন পাঠকগণ অল্প পড়ে-ই অনেক জ্ঞান অর্জন করতে পারে ।
- একটি বিষয় নিয়ে যত বেশী রিসার্চ করবেন আপনার ততবেশি সেই বিষয়ের উপর দক্ষতা বাড়বে । এজন্য, নিয়মিত কমিউনিটি ব্লগের সাথে যুক্ত থাকুন ।
- আর্টিকেল লেখার সময় অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করবেন না । সঠিক বানান এ লিখবেন এবং আঞ্চলিক ভাষা ব্যবহার করতে যাবেন না ।
- আপনার প্রতিটি বাক্য যেন যুক্তিযুক্ত হয় সেদিকে খেয়াল রাখুন ।
- আর্টিকেল লেখার পর সেটি বার বার মনোযোগ দিয়ে পড়ুন । এতে, কোন ভুলত্রুটি হলে ধরা পড়বে ।
আজ আর নয় । ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্য ।
উপকৃত হলে মন্তব্য করতে ভুলবেন না ।
পোস্ট লিখেছেন জিহাদুর রহমান।
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
বস একটা কথা বলি কিছু মনে করবেন না, আপনার আগের লিখার মান খুব ভালো ছিল কিন্তু এদানিং আপনি খুদ্র খুদ্র পোস্ট করছেন যা আপনার কাছে চাই না :( কারন আপনারদের লিখা গুলো চমৎকার হয়ে থাকে। দয়া করে বিস্তারিত লিখবেন। ধন্যবাদ মাইন্ড করবেন না প্লিজ ভাই