অবশেষে শেষ হল ১ মাস ব্যাপী Xemarkets-BDPIPS ফরেক্স ডেমো ট্রেডিং যুদ্ধ। টিউনারপেইজের অনেক ফরেক্স ট্রেডারও যোগ দিয়েছিলেন এই কনটেস্টে। কনটেস্টের প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর। অনেকেই হয়তো ভালভাবে টিকে ছিলেন কিন্তু শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলেছিলেন। কিন্তু টিকে থাকাটাই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে ২০ ট্রেডিং ডে যাবত ধৈর্য ধরে টিকে থেকে নিজেদের শীর্ষস্থানে তুলে ধরে অনন্যরুপে প্রকাশ করেছেন ৩ জন ট্রেডার।
১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় Xemarkets-BDPIPS ফরেক্স ডেমো ট্রেডিং যুদ্ধের রেজিস্ট্রেশন। ১১ মার্চ থেকে শুরু হওয়া কনটেস্টে যোগ দেয় বাংলাদেশ থেকে প্রায় ২৫০ জন ট্রেডার। ২০ ট্রেডিং ডে যাবত তাদের অভিযান শেষে গত শনিবার ২ টায় শেষ হয় কনটেস্ট। সবাই ১০০,০০০ ভার্চুয়াল ডলার নিয়ে ট্রেডিং শুরু করে এবং কনটেস্ট শেষে ১ম বিজয়ী সর্বোচ্চ ৩২০,১১৪ ডলার প্রফিট করেন।
কনটেস্ট বিজয়ী ৩ জন হচ্ছেঃ
- ১ম বিজয়ী – মোঃ নাজমুল হক খান (NKhan) – $১০০০ ডলার পুরস্কার (উইথড্রযোগ্য)
- ২য় বিজয়ী – মোঃ আসাদুজ্জামান (asad43005) – $৭০০ ডলার পুরস্কার (উইথড্রযোগ্য)
- ৩য় বিজয়ী – মোঃ রবিউল ইসলাম (Robiul Islam) – $৩০০ ডলার পুরস্কার (উইথড্রযোগ্য)
ইতিমধ্যেই বিজয়ীরা তাদের পুরস্কার পেয়ে গেছেন। বিজয়ীদের কাছে ছিল আমাদের পক্ষ থেকে ছোট্ট কিছু প্রশ্ন। সেগুলো নিচে তুলে ধরা হলঃ
১ম বিজয়ী – মোঃ নাজমুল হক খান – $১০০০ ডলার পুরস্কার
প্রশ্ন ১: কনটেস্টে আপনার সফলতার প্রধান কারণ কি বলে আপনি মনে করেন?
– আসলে আমি ফরেক্সের নিয়ম গুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করি। যেমনঃ Strong money management ফলো করি, ওভার ট্রেড করি না, লসের ট্রেড ধরে রাখি না, ভলিউম বড় করে লস রিকভার করার চেষ্টা করি না, বেশি পেয়ার নিয়ে অ্যানালাইসিস করি না, অতিরিক্ত লোভ করি না, এগুলোই আমার সফলতার প্রধান কারণ বলে আমি মনে করি।
প্রশ্ন ২: আপনার ফরেক্স শেখার পথে বিডিপিপসের কি কোন ভুমিকা ছিল?
– আমার Forex শেখায় BDPIPS এর ভূমিকা অপরিসীম। আমি আসলে Forex এর প্রাথমিক ধারনা BDPIPS থেকেই পেয়েছি। এটি Forex শেখার একটি গুরুত্বপূর্ণ সাইট। সবাই BDPIPS এর সাথে active থাকুন, আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন।
প্রশ্ন ৩: অন্যান্য ট্রেডারদের প্রতি আপনার কি উপদেশ থাকবে?
– আমি ট্রেডারদের কে বলব আপনারা ফরেক্সের রুলস গুলো মেনে চলুন , বিশেষ করে Strong money management ফলো করুন, ওভার Trade করবেন না, লসের Trade ধরে রাখবেন না, ভলিউম বড় করে লস রিকভার করার চেস্টা করবেন না, বেশি পেয়ার নিয়ে অ্যানালাইসিস করবেন না, অতিরিক্ত লোভ করবেন না, ধৈর্য হারা হবেন না, ইনশাআল্লাহ সফলতা আসবেই।
প্রশ্ন ৪: Xemarkets ব্রোকারে আপনার ট্রেডিং অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। আপনি কি অন্যদের এই ব্রোকারে ট্রেড করতে সাজেস্ট করবেন?
– Xemarkets খুবই ভাল একটি ব্রোকার। এখানকার trading system খুবই ভালো, Requotes না থাকায় ট্রেড করতে খুবই সুবিধা এবং Withdraw system ভাল। আমি অনেক দিন ধরে এখানে ট্রেড করছি। আপনারাও এখানে ট্রেড করতে পারেন।
২য় বিজয়ী – মোঃ আসাদুজ্জামান – $৭০০ ডলার পুরস্কার
প্রশ্ন ১: কনটেস্টে আপনার সফলতার প্রধান কারণ কি বলে আপনি মনে করেন?
– আমি আমার সফলতার প্রধান কারণ হিসাবে আমার কঠোর ধৈর্য, সাহস, আর পরিশ্রমকেই দেখছি।
প্রশ্ন ২: আপনার ফরেক্স শেখার পথে বিডিপিপসের কি কোন ভুমিকা ছিল?
– হ্যা আমার ফরেক্স শেখায় বিডিপিপসের অনেক ভুমিকা ছিল। আমি সব সময় বিডিপিপসের পোষ্ট ফলো করেছি।
প্রশ্ন ৩: অন্যান্য ট্রেডারদের প্রতি আপনার কি উপদেশ থাকবে?
– আমি আমার এই কম সময়ে যে সামান্য কিছু করতে পারছি এর জন্য আমার বড় ভাই……অনেক সাহায্য করছে. আমি বলব অন্যরা দেখে-শুনে এবং বুঝে ট্রেডিং করবেন, বিডিপিপসের সহযোগিতা নিয়ে।
প্রশ্ন ৪: Xemarkets ব্রোকারে আপনার ট্রেডিং অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। আপনি কি অন্যদের এই ব্রোকারে ট্রেড করতে সাজেস্ট করবেন?
– আমার অনেক অভিজ্ঞতা হয়েছে এই কম সময়ে। আমি Xemarkets কে সাধুবাদ জানাই এই কনটেস্ট করার জন্য. আমি অন্যদের এই ব্রোকারে ট্রেড করতে সাজেস্ট করছি কারন এই খানে খুব কম সময়ে ট্রেড Open and close করা যায়।
৩য় বিজয়ী – মোঃ রবিউল ইসলাম – $৩০০ ডলার পুরস্কার
প্রশ্ন ১: কনটেস্টে আপনার সফলতার প্রধান কারণ কি বলে আপনি মনে করেন?
– আল্লাহ্ তায়ালার কাছে ধৈর্য, মনোবল এবং সফলতার জন্য দোয়া করা।
প্রশ্ন ২: আপনার ফরেক্স শেখার পথে বিডিপিপসের কি কোন ভুমিকা ছিল?
– বিডিপিপ্সের অবদান কোন ক্ষেত্রেই অস্বীকার করার মতো না।
প্রশ্ন ৩: অন্যান্য ট্রেডারদের প্রতি আপনার কি উপদেশ থাকবে?
– বেশি লোভ করবেন না। নিজে যতুটুক লস স্বীকার করতে পারবেন ততটুকই রিস্ক্ নিবেন। আপনাকে লসের কথাটিই আগে মাথাই রাখতে হবে।
প্রশ্ন ৪: Xemarkets ব্রোকারে আপনার ট্রেডিং অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। আপনি কি অন্যদের এই ব্রোকারে ট্রেড করতে সাজেস্ট করবেন?
– আমি যতদিন থেকে Xemarkets এ ট্রেড করছি, তাতে আশা করি অন্যান্য ট্রেডাররাও এই ব্রোকারে ট্রেড করে সন্তুষ্ট হবেন।
অভিনন্দন :D
ore allah !! sobai peye gelo :( congratzz sobaike,post valo hoyese :D
মিস করলাম । তবে বিজয়ীদের জন্য অভিনন্দন রইল । ধন্যবাদ তানভীর ভাই এমন উৎসাহ মূলক পোস্ট এর জন্য ।
আন্তর্জাতিকভাবে এ ধরনের কনটেস্ট অবশ্য অনেক অনুষ্ঠিত হয়। তাতে প্রতিযোগিতাও বেশী থাকে। তবুও চেষ্টা করে দেখতে পারেন। জিততে না পারলেও এসব কনটেস্ট থেকে ভাল ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করা যায়। আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।