আদালত চত্বরে এক হকাররের কাছে একটি ম্যাজিক দেখে এক রকম বিশ্বাস করে ফেলেছিলাম মন্ত্রর ক্ষমতা আছে ।আবার মিস্টার ইন্ডিয়া ছবিটি দেখার পরে সলেমানি আংটি ,লাঠি , টুপি বানানোর চেষ্টা করি ।
এক ভণ্ড গুরুর সহযোগিতায় ।
হা হা হা আসলে মন্ত্র গুনে কোন যাদু বা ম্যজিক হয়না । ধর্ম গ্রন্থ উল্টো করে পড়েও না ।আমার এ কথা আপনারা মেনে না নিলে ও দেশি বিদেশী যাদু শিল্পীগন বিশ্বাস করবে ।
যে ম্যাজিকটি আজ শেখাব এটি আমার তৈরি ম্যাজিক ।এই ম্যাজিকটির গুরু চুম্বক আমি চুম্বক নিয়ে খেলতে গিয়ে এই ম্যজিকটির মন্ত্র পেয়ে যায় ।
বালতি বা গামলায় আমি একটি লোহার ণৌকা ভাসিয়ে আমার যাদু কাঠি নৌকার কাছা কাছি নিয়ে গিয়ে বলি এই লাঠির কথা মত চলবি কেমন ।
নৌকাও মাথা নড়িয়ে বলে ওকে বস ।
তার পর আমি বলি এই নৌকা ব্যাটা আমার সাথে বেয়াদবি দিমু এক থাপ্পড় ।
যাদের দেখাচ্ছি তাদের হাসানোর জন্য এমন কিছু কৌতুক করে ।লাঠি ডানে গেলে নৌকা ডানে যায় ,লাঠি সামনে তো নৌকা সামনে এগুতে থাকে ।
হাততালি কারো কাছে চায়তে হয়নি নি হাত তালি পেয়েছি অনেক ।বলতে ইচ্ছে হয়েছে বোকার মত হাততালি দিচ্ছ কেন ?আমিত লাঠির সামনে সুপার গ্লু লাগিয়ে চম্বুক ভরে তারপর মম লাগিয়ে রেখেছি যেন চম্বুক নিচে পরে না যায় ।আজ কিন্তু সত্যি সত্যি , সত্যি বলে ফেললাম !!!
আমি যাদের এই ম্যাজিক টি দেখিয়েছি তারা যদি এই পোস্টটি পড়ে অনেক খুশি হবে নয়ত গালি দিবে ।
জন্মদিনে আমি উপহার পেয়ে ছিলাম তিনটি নৌকার গ্রীন হাউস ।গ্রীন হাউস টি ভেঙ্গে যাওয়াতে নৌকা তিনটি নিয়ে কাঁচগুল ফেলে দেয় ।মেলায় ও আপনি লোহার নৌকা পেয়ে যেতে পারেন ।বা কামারের কাছ থেকে বানিয়ে নিতে পারেন ।চম্বুক তো আপনার ঘরে থাকার কথা না থাকলে মাইক বা মেকানিকের দোকানে ফ্রী বা ১০ টাকায় পাবেন। কৃতিম চম্বুক বাজারে ৫০/১০০ টাকায় সহজেই কিনে পাবেন ।
আপনি কাগজের নৌকা দিয়েও কাজটি করতে পারবেন ।তবে সেটি বানানোর সময় ভিতরে কিছু চম্বুক রাখতে হবে ।উপরে রাখলে ফুলের পাপড়ি দিয়ে ঢেকে দিয়ে বলুন মনে করুন এই পাপড়ি গুল যাত্রী বোঝায় নৌকা ।
নৌকাতে তার বা চম্বুক আকর্ষণ করে এমন কিছু রাখলে ও হবে ।
আমি লিখতে গিয়ে কাগজের নৌকার উপায় পেলাম আপনি করতে গেলে অনেক উপায় পেয়ে যাবেন ।
majicman hoe jabo
আস্তে আস্তে আমিতো যাদুকর হইয়া জাইতাছি মনে হয়!
ভালো লাগল ধন্যবাদ।
ভাই আরও জাদু শিখতে চাই
তথ্য প্রযুক্তি নিয়ে অনেক সুন্দর সুন্দর পোস্ট হচ্ছে ।তাই আমি এ বিষয় টি নিয়ে পোস্ট শুরু করেছি । পাশাপাশি মানুষের ভুল ধারনার সমাধান করছি ।
হে হে হে
সুন্দর জাদু
তবে এইটা আমি আগে পারতাম :P
এই টেকনিক টি কিন্তু আমি একা একা বের করেছিলাম তবে একটা টেকনিক ব্যবহার করে অনেক ম্যাজিক তয়রি করা যায় । ধন্যবাদ
হা হা হা বুঝেছি কি ভাবে করেন সেটা ।চাইলে সবার সাথে সেয়ার করতে পারেন ?
আমি বরশী দিয়ে মাছ ধরতে পারি মাছ হীন পুকুরে ।
হে হে, সোজা,
আমি তাস পানিতে ভিজিয়ে প্রথমে হালকা করে নিতাম, পরে সেটাকেদুভাগ করে মাঝখানে একটা ব্লেড ঢুকিয়ে দিতাম,
এর পর আর কি, বড়শিটা চুম্বকের হতে হবে বা একটা চুম্বক পাশে লাগিয়ে রাখতে হবে !
শেষ !
হা হা হা দারুন মজার
হা হা হা হাসাইলেন!
হা হা হা !
হা হা হা ! আমি আগে সেম এই কাহিনী দিয়ে অন্য ভাবে ম্যাজিক দেখাতাম, আমি বড়শি দিয়ে তাস তুলতাম, আরো বেশ কিছু !