প্রথমেই বলি এই বিষয় নিয়ে টিউন পূর্বে হযেছে কিনা জানিনা, হযে থাকলেও যারা জানেন না ,তাদের জন্য করছি!
পূর্বে একসময় বিজয় কিবোর্ড ,software দিয়ে বাংলা লেখা জনপ্রিয়তা পেয়েছিল , কিন্তু কিছু মানুষের বিজয় দেখলে জর আসতো,লেখা তো দুরে থাক !পরবর্তিতে অভ্র আসার পর অনেকেই হাপ ছেড়ে বাচলো , বাংলা লেখা আরো সহজ হলো এবং এখনো সেটাই চলছে ……. তবুও অভ্র দেখে পেট খারাপ হইসে এমন মানুষ কম না
!! আসলে আমরা সবসময়ে সবচেয়ে সহজ পদ্ধতি পছন্দ করি, আমার মনে হয় google transliteration চেয়ে সহজ আপনি পাবেন না !! আমি বিতর্কে যেতে চাইনা….তাই মূল টিউন এ চলে গেলাম
আসলে মূল টিউন বলে কিছু নাই জিনিসটা অনেক সোজা , প্রথমে এই site এ যান
http://www.google.com/transliterate/
উপরের বাম দিকের কোনায় ভাষা change করে bengali select করুন………কাজ শেষ ….
এইবার বাংলা লিখুন ……কেমনে ?
আরে ভাই যেমনে facebook এ লিখেন ! প্রেম কে লিখেন ‘prem ‘ , বন্ধু কে লিখেন ‘bondhu’ একই ভাবে ….প্রত্যেক টা শব্দ লিখে space button দাবান দেখবেন বাংলা চলে এসেছে ! যদি আপনার কাঙ্খিত শব্দ না আসে তাহলে back space button চাপেন /ওই শব্দ টা মার্ক করে mouse এর লেফট button চাপেন , দেখবেন অনেকগুলো শব্দ এসেছে সেখান থাকে select করুন ,তবুও না আসলে উপরের insert unicode characters এ যান …সেখান থেকে বর্ণ সিলেক্ট করে লিখুন ৷
ধরুন ,আমি টিউন শব্দ টা বাংলায় লিখব তাহলে -আমি লিখলাম “tune ” কিন্তু আসলো “তুনে “……হে হে কি করবেন ?! আরে ভাই সহজ হিসাব …… ‘tiun’ লিখুন দেখবেন “টিউন” চলে আসছে ….
স্ক্রীন শট মারলাম …..
(ধুর !!৪০ মিনিট চেষ্টা করেও ফটো দিতে পারলাম না ……YOUTUBE এ ACCOUNT খুলে ভিডিও টা দিলাম ….আশা করি বুঝবেন )
যাই হোক আশা করি এবার আপনিও পারবেন বাংলা লিখতে আর , যদি না পারেন সমস্যা নাই কেননা কোথায় আছে -পারলে ভালো না পারলে আরো ভাল !….. (দুঃখিত….একটু মজা করলাম )মানে আস্তে আস্তে পারবেন . এতে হয়ত কিছু সীমাবদ্ধতা থাকতে পারে তবু আমার মিনে হয় আপনি মজা পাবেন এই পদ্ধতিতে লিখে৷
আরো ভিন্ন ধর্মী কিছু পেতে চাইলে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়…..খোদা হাফেজ ৷
ভাইয়া ,
যা Surch করসিলাম, তাই পেলাম |
থাঙ্কস থাঙ্কস থাঙ্কস |
thnx
ভাই অনেক ধন্যবাদ
কোন সমস্যা হলে আমরা আপনার পাশে আছি। ধন্যবাদ।
ONEKKK …….ধন্যবাদ।
NAHIDRAYHAN2011 ভাই আগের থেকে ভালো হইছে। চালাইয়া জান। এক টিউন এ এতো ইমো মনে হয় এই প্রথম! হা হা
:-D :-D :-D
সুন্দর টিউন
ধন্যবাদ
আপনাকেও …ধন্যবাদ
thanks
Ata niye koyekta tune agei hoyese. Tobe er onek somossa ase. Sokol ke dhonnobad.
সমস্যা নাই, এটা ভিডিও টিউওটোরিয়াল !
তাই তো রাসেল তখন মোবাইলে ছিলাম তো লক্ষ করি নাই!
পথিক ভাই, কারো হয়তো কাজে লাগতে পারে ………আর আগেরটার চেয়ে কি এই টিউন তা ভালো হইছে ? একটু বলবেন প্লিজ
আমি আগের গুলা থেকে কেমন তা বলবো না, তবে এটা দারুন হয়েছে ! চমৎকার !
লিখলাম rasel i love you
শো করল “”রাসেল,
ই লোভে ইউ.””
Google Translate Now Alpha Version a ache , Kichu din Por Thik Hoye jaipe
ওই পর্যন্ত অপেক্ষা করি নাকি বলেন !! :-) ভালই হব.
ঐ মিয়া আমারে কি কইছেন এই সব ! ইয়ে মানে আপনি কি আবার বালিকা নাকি ? তাহলে সমস্যা নাই, নচেৎ কিঞ্চিত মনে দুঃখ পাইলাম !
love না লিখে ‘lav ‘ লিখুন ………….আমার মনে হয় ভালবাসা খাটি ছিলনা :-P ….ধন্যবাদ
হুম, গুগল আমাগো চিনে !
হা হা
love না লিখে ‘lav ‘ লিখুন ………….আমার মনে হয় ভালবাসা খাটি ছিলনা :-P ….ধন্যবাদ