দেখেত আমর প্রায় মাথা নষ্ট । এটা কি মোবাইল না অন্য কিছু? নাকি গলা কাটার যন্ত্র? যাইহোক এইরকম একটি গলাকাটা মোবাইল বের করেছে vertu ।
Vertu এই মডেলটির নাম ti 1 যার মূল্য আকাশ চুম্বী। এর দাম অ্যাপেলের iphone, সামসাং, নোকিয়া এমনকি বাঘা বাঘা সব মোবাইল এর দামকে টপকিয়ে ফেলেছে। ৫০০০০ টাকা নয় , ১০০০০০ টাকাও নয় , দাম হচ্ছে প্রায় ৮০০০০০ টাকা।
অনেকে হয়ত দাম শুনে অবাক হয়েছেন। অবাক হয়ে এর কিহবে । এর body তৈরি করাহয়েছে ৫ গ্রেড এর টাইটানিয়াম নামক মূল্যবান ধাতু দিয়ে। যা ওজনে অনেক হালকা কিন্তু অনেক মজবুত। মজবুত স্ক্রিন যার টাচ করার আগেই রিসিভ হয়। ৮ মেগাপি এর চরম ক্যামেরা যা অনেক শার্প। এতে ব্যাবহার করা হয়েছে শক্তিশালী ১.৭ গিহাজ. ডুয়েল প্রসেসর। ৬৪ গিবি ইন্টারনাল মেমোরি। আর এতে ব্যাবহার করা হয়েছে android os.
আমার ব্লগে আসার আমন্ত্রণ রইল
eto dam. Ta hole kinte hobe na. Dekhe mon ta santi. Dhonnobad apnake.