উইন্ডোজ ৮ যেখানে বাংলাদেশের অনেকেই এখনো ব্যবহার ই করেনি সেখনে উইন্ডোজ ৮ এর নতুন ভার্শন অ বেড় হতে চলেছে। চলতি বছরেই উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটির উন্নততর একটি সংস্করণ উন্মুক্ত করতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। উইন্ডোজ ৮ এর নতুন সংস্করণের নাম হতে পারে উইন্ডোজ ‘ব্লু’।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ২০১৩ সালের মাঝামাঝি সময়ে ‘উইন্ডোজ ৮.১’ বা ‘উইন্ডোজ ‘ব্লু’ নামের একটি সফটওয়্যার আপডেট আনতে পারে মাইক্রোসফট। সম্প্রতি ‘টেকফেস্ট ইভেন্ট’ নামের একটি অনুষ্ঠানের ভিডিও উন্মুক্ত করেছে মাইক্রোসফট। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ভিডিওটিতে মাইক্রোসফট ব্লু সম্পর্কে ইঙ্গিত দিয়েছে।
বিশ্লেষকেরা ধারণা করছেন, পণ্য বাজারে আনার পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন এনেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। এখন থেকে উইন্ডোজ সফটওয়্যারের দ্রুত আপডেট আনবে প্রতিষ্ঠানটি। ‘উইন্ডোজ ৮.১’ বা ‘উইন্ডোজ ‘ব্লু’ নামের নতুন এ সফটওয়্যারটি উইন্ডোজ ডেস্কটপ ও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এখন থেকে প্রতি বছরই উইন্ডোজের নতুন সংস্করণ আনতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী বছরের শেষ নাগাদ উইন্ডোজ ৯ বাজারে আনতে পারে মাইক্রোসফট।
২০১৫ সাল নাগাদ উইন্ডোজ ১০ বাজারে আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট।
aro onk post chai ;D
Dhonnobad news ta debar jonno.