অনেকে হয়তো পূর্বে বোল্ট ব্রাউজার ব্যাবহার করেছেন,যারা আগে ইউজ করছেন তারা বলতে পারবেন কি জিনিস এইটা।
মাঝখানে বোল্ট ব্রাউজার কর্তৃপক্ষ তাদের সার্ভিস বন্ধ করে দিলেও,কিছু ট্রিক খাটিয়ে এটা ব্যাবহার করা যায়।
আমি আজ এন্ড্রইয়েড ফোনের জন্য এই ব্রাউজার টি দিচ্ছি জিপি সীমে ফ্রী তে নেট ইউজ করার জন্য।
আগেই বলে রাখি আমার এন্ড্রয়েড ফোন না থাকায় আমি এটা টেস্ট করতে পারি নাই।
তবে আশা করছি আপনাদের কোন সমস্যা ছাড়াই ভালোভাবে কাজ করবে।
প্রথমে এই বোল্ট ব্রাউজারটা ডাউনলোড করে install করে নিন।
Download Bolt handler for Android
এবার জেনে নিন এটা কিভাবে ব্যাবহার করতে হবেঃ
১মে আপনার মোবাইলের সেটিংসে যান।
=>তারপর সেখান থেকে Wirless And Network”মেনু তে যান।
=>এবার সেখান থেকে “Mobile Network Menu” তে যান।
=>সেখান থেকে “Accsess Points” এ যান।
=>সেখানে গিয়ে “Menu” বাটন চেপে “Add New ” তে ক্লিক করে একটি নতুন কানেকশন ক্রিয়েট করুন।
নতুন কানেকশন ক্রিয়েট করতে যা যা দিবেনঃ
- Account Name: Rashed68
- Access point: gpinternet
- Proxy: 174.120.204.251
- Port: 80এবার বোল্ট ব্রাউজারটি ওপেন করুন এবং এবার যে পেইজটি আসবে সেখানে Proxy Type হিসেবে HTTP সিলেক্ট করুন।
এবং Proxy Server হিসেবে লিখুন bd.dooplays.com
ব্যাস এবার স্ব কিছু সেভ করে একটু আগে ক্রিয়েট করা কানেকশন টা দিয়ে কানেক্ট করুন আর আরামসে ফ্রী নেট ইউজ করতে থাকুন।
আমার ফোন না থাকায় স্ক্রীণশট দিতে পারলাম না বলে দুঃখিত।
ধন্যবাদ।
রবিতে ৩ টাকায় ৬০ এমবি ইন্টারনেট ট্রিক
woo nice
Thanks
aro aktu details likhun vaiya– thank you
দারুন কাজের একটি টিউন , আমার মনে হয় ভাই আপনি আপনার বিভাগ ভুল নির্বাচন করেছেন , অনুগ্রহ করে বিভাগটি ঠিক করে নিন
সুন্দর ও কাজের টিউন । ধন্যবাদ।
sundor trick. dhonnobad apnake.