শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী জনসংখ্যা বাড়ছে চাহিদা বাড়ছে শুধু কমছে কর্মসংস্থান চাষাবাদ যোগ্য জমির পরিমান ।নদী ভরাট করে,গাছ কেটে আজ পৃথিবীকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে মানুষ ।ইতিহাসের সেই সোনালি দিনের কথা ভেবে একটা দি ঘ্যশ্বাস ফেলে কি লাভ আহ এক টাকায় ১ মন ধান । একাবিংশ শতাব্দীর সুরুর দিকেও এক টাকায় এক কাপ চা পাওয়া যেত ।
বিজ্ঞানের অবদান আমাদের জন্য আশীর্বাদ কিন্তু খেটে খাওয়া দিন মজুরদের জন্য এমনকি তৃতীয় শ্রেণীর কর্মচারীদের জন্য ও ক্যান্সারে পরিনত হয়েছে আরও হবে । ব্যাংক গুলতে দিনদিন লেনদেন বাড়ছে কিন্তু কম্পিউটার ও টাকা টাকা গণনার মেশিনের আশীর্বাদে ১০ দিনের কাজ ১ দিনে ২০ জন মানুষের কাজ ২ জনে করে নিচ্ছে ফলে নতুন কর্মচারী নিয়গের ততটা প্রয়োজন পড়ছেনা ।
মোবাইল ও ইন্টারনেটের কারনে কি হচ্ছে তা সকলেই জানেন বিশ্ব আপনার হাতের মুঠোয় ।
যে কোন বড় বড় পাওয়ার প্লান্ট ,গ্যাস প্লান্ট ,মিল কারখানা ইত্যাদি নির্মাণে যেখানে ৫০,০০০ শ্রমিকের প্রয়োজন হত বিজ্ঞানের অবদানে সে কাজ ১,৫০০ শ্রমিকে শরীরে কষ্ট না দিয়ে করতে পারে ।
এমন কিছু যন্ত্রপাতির ছবি গুল দেখুন
প্রযুক্তিকে অভিশাপ না ভেবে আমাদের শিক্ষিত হতে হবে । টেকনিক্যালি কাজ শিখতে হবে ।গাধার মত বোঝা টানার চিন্তা ছেড়ে প্রযুক্তিকে ব্যবহার শিখতে হবে । বিদেশে আজ বোঝা টানা জন্য শ্রমিক প্রয়োজন নেয় বলে বাংলাদেশী শ্রমিকদের চাহিদা কমে যাচ্ছে ।
ফ্রিল্যান্সারদের সাহায্যর হাত না বাড়িয়ে সরকারের বিদেশী মুদ্রার দিকে বিড়ালের মত লোভ করা কি সাজে ।ডিজিটাল সরকার যদি সাহায্যের হাত না বাড়ায় সামনে এনালগ সরকার কি ভাবে বাড়াবে কারো জানা আছে ?
XOTILZ DUDE
thanks 4 share
এ সব কথা চিন্তা করলে মাথা এলোমেলো হয়ে যায়। ধন্যবাদ শেয়ার করার জন্য। ভাল থাকবেন।
কখনো এলোমেলো হবে কখনো নতুন চিন্তা জাগ্রত হবে এটাই স্বাভাবিক
ঠিক বলেছেন।
চমৎকার কথা বলেছেন, একমত আপনার সাথে !
…….,,,,ধন্যবাদ //////,
ইয়াসির আরাফাত ভাই আপনার সাথে আমিও একমত ।
ধন্যবাদ ।
আপনাকে ও ধন্যবাদ
হুম চিন্তার বিষয়
তাই নাকি …… তাহলে তো আপনাকে বিপদে ফেলে দিলাম
হুম চিন্তা করতেসি পরে কথা
ঠিক আছে আজব চিন্তা ভায়া