আমরা অনেকেই শুনেছি আল-কুরানের বাংলা অনুবাদ। প্রথমে আরবী পাঠ তার পর বাংলায় অনুবাদ। কিন্তু এবার এক ভিন্ন ধর্মি আল-কুরান আপনাদের উপহার দেবো আমি। আপনি চাইলেই নাম মাত্র কিছু সময় ব্যয় করে হয়ে যেতে পারেন আল-কুরানের মাস্টার। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে???
এবার সম্পূর্ণ বাংলায় অনুবাদ গুলি একসাথে mp3 আকারে পাবেন, যেখানে আরবী থাকবে না, শুধু বাংলা গুলি শুনে যাবেন, আপনার কাছে মনে হবে কোন ইতিহাস বা সাহিত্য ইত্যাদি শুনছেন। এইভাবে আপনি যেনে নিন কি আছে আল-কুরানে ।
ডাউনলোড লিংক নিচে।
http://www.mediafire.com/?wyrneifhfo5zf63 (File Size: 195.04 MB, zip)
যদি একটি একটি করে সুরা ডাউনলোড করতে চান, তাহলে এখানে ক্লিক করেন। (প্রতি সুরা আলাদা আলাদা ডাউনলোড লিংক)
এর সাথে বোনাস দিলাম।
আল-কুরানভআরবী থেকে বাংলা অনুবাদ।
DOWNLOAD NOW (প্রতি সুরা আলাদা আলাদা ডাউনলোড লিংক)
আল-কুরান আরবী থেকে উর্দূ অনুবাদ।
part 1 Download now (File Size: 182.16 MB )
part 2 Download now (File Size: 122.61 MB )
part 3 Download now(File Size: 49.39 MB )
আল-কুরান আরবী থেকে ইংলিশ অনুবাদ।
Download now
আরো ভিন্ন ধর্মি কিছু পেতে চাইলে সাথাই থাকুন। আবার দেখা হওয়াড় আগ পর্যন্ত বিদায়।
চাওওওওওও :)
বাংলা অনুবাদ সহ হাদিস যা কিনা এমপি -৩ তে চলে এমনটা কোথায় পাওয়া যাবে।
ইমেইল করুন mahfuz08@yahoo.com
ধন্যবাদ।
প্রতি সুরা আলাদা আলাদা ডাউনলোড লিংকে (http://quranbangla.weebly.com/al-quran-bangla–1-mp3.html) যেয়ে দেখি সেখানে ফাইল সাইজ মোট ২৫০ এমবি.
কিন্তু ডাউনলোড করার পর দেখা যায় ফাইল সাইজ কম হয়েছে। আসলে ফাইল সাইজ মোট কত এমবি ?
১৬ নম্বর সূরায় (সূরা আন – নাহল) দেখলাম পার্ট- ১ লেখা নিচের মত করে । কিন্তু পার্ট- ২ নেই।
“16__sura_an_nahl_part1.mp3”
এটা কি হেডংয়ে ভুল হয়েছে ,নাকি পার্ট- ২ দেয়া হয়নি। না দিলে দিয়ে দিন অথবা
হেডংয়ের ভুল সংশধন করুন। যেটি হোক জানিয়ে দিয়েন।
সূরা ফাতেহার মদ্ধে আপনাদের নিজেদের সুচনামুলক কথা না দিয়ে আলাদা ভাবে দেয়া উচিত। একই সাথে থাকা
আপত্তিকর। কাযেই এটি অবশ্যই ঠিক করুন।
অদৃশ্য মানব আপনি বেশ ফানি লোক । তবে মহানবী(সাঃ) যে ভাবে ফান করেছেন তার কিছু একান্তভাবেই তারই
জন্য যায়েজ, আর কিছু সকলের জন্য।
আপনি বলেছেন “ইসলামেতো আর ফান করা মানা নাই, তাই না?” কথা ঠিক । কিন্তু সীমাপরিসীমা আছে।
ফান যায়েজ বলে ফান করতে করতে সীমা লঙ্ঘন করে জাহান্নামী না হয়াই উচিত। তাই সতর্কতার সাথে ফান
করুন। আপনার ফান কোরানে অনুবাদের মদ্ধে না ধুকলেই বাচিঁ।
আপনার কাজটি বাংলাদেশী মুসলিম ও অন্য ধর্মের মানুষের কাছে কোরানকে বুঝতে সাহায্য করবে।
আসা করি কোরান সম্পর্কে ভুল বঝাবুঝির অবসান কমবে।
আপনার এডিট করার পলিছি কি ? কি ভাবে এডিট করেছেন? আনুবাদের উৎস গুলো কি কি?
হোম পেইজে (http://quranbangla.weebly.com/index.html) যাদের কথা আছে , তাদের যোগার করা ও
সমন্বয় সাধনের মত কঠিন কাজ কি ভাবে করলেন, সেই অলিখিত কথা জানার জন্য প্রচন্ড কৌতূহল হচ্ছে।
প্রচন্ড কৌতূহল দমন করবেন আশা করি।
আপনার কঠিন কাজ আমাদের উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
upokari jinish dilen
আপনাদের উপকারে আসলেই আমার কষ্ট সার্থক। অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ টিউন । । ।
ধন্যবাদ।
এই জিনিস টাই খুজছিলাম !!!!!!!!
পাইছি !!!!!!
ধইন্যা………
আপনাকেও ধন্যবাদ।
অদৃশ্য মানব- আসুন মোল্লাদের বাই বাই জানাই এই রকম শিরোনাম দেওয়াটা একদমই উচিত হয় নাই। বাংলা এবং আরবি উভয়টি আমাদের জানতে হবে। আর বড় মোল্লারা না থাকলে এর বিশ্লেষণ কি আপনি করবেন?
এখানে বড় মোল্লারা অনুবাদ করেই দিয়েছেন সহজ ভাবে, আর তার পরেও যদি কেও না বুঝে বিভিন্ন বিষয়, তাহলে মোল্লাদের কাছে যেতে হবেই।
আর ‘মোল্লাদের বাই বাই জানাই’ কথাটা ফান করেই বলেছিলাম, আর, আপনারা ধরেই নিয়েছেন, আলেমদের কাছে আর কখনই যেতে হবে না।
কি করার করা, এডিট করে দিচ্ছি। :)
এডিট করেন কারন অনুবাদ দিয়ে সব কিছু হয়না এর বিশ্লেষণ এর জন্য বড় মোল্লাদের কেই লাগবে। :-D
সহমত
ভাই কুরআন কেন পরবেন ?ধর্মীয় কারণে ,তাই না ?যে মানুষটি ধর্ম(ইসলাম ) নিয়ে এসেছেন ,তিনি আপনার ভাসায় “মুল্লা ” , “মোল্লা ” দের সম্পর্কে কি বলেছেন ?নবীর প্রতিনিধি উনারা ।একজন হাফেজ শত শত রাত ,দিনের পর দিন খেয়ে না খেয়ে কষ্ট করে পরম ভালবাসা এবং শ্রদ্ধার সাথে কুরআন কে রিদয়ের গভীরে যত্নের সাথে ধরে রাখেন ।ভাই ধর্ম আস্তিক এর জন্য ,আস্তিক মাত্র জানতে হবে তার ধর্মের বিস্তারিত।একজন আলেম যিনি তাওয়াক্কুলের উপরে আছেন , পরহেজগার ,যিনি যা শিখেছেন এবং তা আমল করেন তাদের মর্যাদা আল্লাহর কাছে কত টুকু সেটা সম্পর্কে যদি আমরা অবগত থাকতাম ,তাহলে উনাদের সম্পর্কে অশ্রদ্ধার কথা উচ্চারণ করতে পারতাম না।আজকে আমার বাবা / মা মারা গেলে আমি নিশ্চই কোনো রোবট কে বা এম পি ৩ বাজিয়ে আল্লাহর করুনা আশা করব না ?আপনাকে দোষ দিচ্ছি না আমাদের সমাজের রন্ধ্রে এই ভুল আজকে ঢুকে গিয়েছে।কি আর করা !২/৪ জন কে দিয়ে সমগ্র আলেম সম্পর্কে এই উক্তি করা মোটেও উচিত না।যুগে যুগে ইসলামের উপরে নানা আক্রমন হয়েছে ,আমাদের শ্রদ্ধিও আলেম দের কল্যাণে( এবং অবশ্যই আল্লাহর সাহায্যে ) আজও ইসলাম অবিকৃত ।আজকে যে আমি ইসলামের ছায়া তলে আশ্রয় পেয়েছি সেটা কিন্তু আপনার ভাষার ঐ ” মোল্লাদের ” কল্যাণে …এই দেশের শুধু না পৃথিবীর কোনায় কোনায় ইসলাম আজকে যে পৌছিয়েয়েছে সেটা উনাদের কল্যাণে ।উনারাই তাদের দেশ ছেড়ে বনে জঙ্গলে ঘুরে ঘুরে ইসলামেরকে পৌছে দিয়েছেন । আমরা যাতে না ভুলে যাই আমাদের “সাহাবাগণ ” অলি -দরবেশ সবাই আপনার ভাষার সেই ” মোল্লা ” ই ছিলেন ।আমাদের আলেমগণ আমাদের হাসি ঠাট্টার পাত্র না ।”মোল্লা ” একটি সন্মানের নাম ,এখন কে কোন অর্থে ব্যবহার করতেছে সেটা তার সমস্যা।যাক কি আর বলব ভাই ,মন্তব্যের জায়গায় ২ কথায় এই সব বলেও বুঝানো সম্ভব না ,আল্লাহ আমাকে সত্য বুঝার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ ।
অসাধারণ বলেছেন ধূসর ভাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
:) আমি বুঝলাম না, আলেমদের অসম্মান কিভাবে হলো। জাষ্ট ফান করে বলেছিলাম। কারন ইসলামতো আর ফান করার বিপক্ষে না?
আমাদের অনেক ছোটখাটো ইত্যাদি বিষয়ে জানতে মোল্লাদের কাছে যেতে হয়, তাই যদি নিজে জানি তাদের কাছে যেতে হবে না, এই ভেবেই বলেছি আসুন বাই বাই জানাই। অন্য কিছু না। আর আমাদের আশে পাশের মোল্লাদেরকেই বুঝিয়েছি, এটি পোস্টি পড়লে সহজেই কিন্তু বুঝা যায়।
যা-ই হোক, আপনাদের জ্ঞানের আলোয় আমাদের মতো অজ্ঞানীদের আল্লাহ হেদায়াত করুন। আমিন ।
সহমত।
ভাই ভাল জিনিস দিছেন। তবে আপনার “বাই বাই জানাই “ কথাটি ঠিক না । কারন পবিত্র কোরআনের বাংলা অনুবাদ মোল্লারাই করেছেন। এছাড়া বাংলায় কোরআন পড়া বা শোনার চেয়ে আরবীতে কোরআন পড়ায় বা শোনায় ছওয়াব অনেক বেশী। রমজান মাস ছাড়া অযু ছাড়া কোরআন পড়লে প্রতি অক্ষরে ১০ নেকী। আর রমজান মাসে এই ছওয়াব ৭০গুন বৃদ্ধি করা হয়। তাই মুসলমান হিসেবে আমাদের সকলের উচিত আরবীতে পবিত্র কোরআন শরীফ পড়তে জানা। ধন্যবাদ।
একমত। তবে এই পোস্টিতে সহজে আল-কুরান বুঝার উপরে গুরুত্ত দেয়া হয়েছে। সারা জীবন নেকি কামিয়ে গেলাম আর বুঝলাম না কিছুই, তাকি হয়?
আর “বাই বাই জানাই “ কথাটি বলেছি কারন, আমরা নিজে জানলে আলেম দের কাছে আর যেতে হবে না, এটা ভেবেই। আর একটু ফান করার জন্যে।
ইসলামেতো আর ফান করা মানা নাই, তাই না?
নবীজী সঃ এক বৃদ্ধাকে ফান করে বলেছিলেন, একথা শুনে সেই বৃদ্ধা ভয় পেয়েছিলেন। বৃদ্ধারা জান্নাতে যাবে না। আসলে সবাই যুবক, যুবতী হয়ে জান্নাতে যাবে।
নবীজী সঃ ফান করে কথাটা বলেছিলেন। :)
উপকারি এটা জিনিশ দিলেন
আপনাকে অনেক ধন্যবাদ
সম্পূর্ণ আল-কুরানকে এডিট করে বাংলা অনুবাদ গুলি আলাদা করেছি আপনাদের বুঝার সুবিদার্থে।
আপনাদের উপকারে আসলেই আমার কষ্ট সার্থক হবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। :)