টিপি’স ক্যুইজ – ৬ এর উত্তর |
টিপি’স ক্যুইজ – ৬ এর বিজয়ী |
---|---|
প্রশ্ন : এখন আপনাদের বলতে হবে যে, দ্বাররক্ষীকে আমাদের টিজে রাহাত শিকদার কি বা কত বলা উচিত ও কেন এটা বলতে হবে? তার উত্তরটা আপনারা কষ্ট করে দেন যেহেতু উনি আমাদের গত পর্বের বিজয়ী! সঠিক উত্তর :যদি কোন সদস্য ক্লাব-এ আসে তবে দ্বাররক্ষী তাকে একটা সংখ্যা বলবে এবং সদস্যদের বলা আছে যে দ্বাররক্ষী যে সংখ্যা বলবে সেই সংখ্যার অক্ষর সংখ্যা সদস্যদের বের করে সেই অক্ষর সংখ্য তাদের দ্বাররক্ষীকে বলতে হবে। যদি তারা দ্বাররক্ষীর বলা সংখ্যার অক্ষর সংখ্য সঠিক মতন বলতে পারে তবেই তাদের ঢুকতে দেওয়া হবে।
|
নাম : আজব মুঠোফোন নং : 01812534788 |
অভিনন্দন টিজে আজব, ক্যুইজ ৬ এর বিজয়ী হয়ে আপনি পেয়েছেন ৫০ টাকার মোবাইল টক টাইম। সাপ্তাহিক এই আয়োজনে যে কেউ হয়ে যেতে পারেন বিজয়ী।
গত সপ্তাহের ধাঁধার কেবলমাত্র একজনই সঠিক উত্তর দিয়েছেন ।সেজন্য আজব ভাইকে আবারো অভিনন্দন ।
এ সপ্তাহের টিউনারপেজ’স ক্যুইজ – ৭
১) এখানে একপাশে দুটি ও আরেক পাশে একটি লাই্ন আছে। এখন, আপনাদের বলতে হবে যে, এই পাশের A নাকি B অপর পাশের C লাইনে সাথে যুক্ত হবে?
উত্তর : ?
( বি.দ্র. এ কুইজের উত্তর অবশ্যই এ কুইজের পোষ্টে মন্তব্য করে দিতে হবে। উত্তর দেওয়ার শেষ সময় আগামী ১৯/০৮/২০১১ইং তারিখ শুক্রবার রাত ১২:০০টা পর্যন্ত।)
অংশগ্রহণের নিয়মাবলী :
১. টিউনারপেজের সদস্য ছাড়া অন্য কেউ এ ক্যুইজে অংশগ্রহণ করতে পারবেন না। টিউনারপেজের সদস্যপদ লাভ করতে টিউনারপেজে নিবন্ধন করাতে হবে।
২. ক্যুইজের উত্তর দেওয়ার জন্য লগইন করুন। তারপর নিচে এ ক্যুইজের মন্তব্যের ঘরে শুধু উত্তর এবং আপনার মোবাইল নং উল্ল্যেখ করে দিতে হবে। আপনার মোবাইল নং দিতে কোন প্রকার সমস্যা হলে আপনার পূর্ণ নাম এবং মোবাইল নং আমাদের মেইল করে দিন এই ঠিকানায় : tunerpage@hotmail.com
৩. সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে একজন বিজয়ীকে নির্ধারণ করা হবে।
৪. একজন যদি অনেকগুলো Fake ID খুলেন সেই ক্ষেত্রে আমরা Trace করতে পারলে আপনাকে ক্যুইজ থেকে সেই সপ্তাহের জন্য বাতিল করতে বাধ্য হব উত্তর সঠিক থাকলেও। কিন্তু পরের সপ্তাহে আবার অংশগ্রহণ করতে পারবেন।
৫.একটি আইডি একাধিক উত্তর করলে সেক্ষেত্রে প্রথমে দেওয়া উত্তরটি গ্রহন করা হবে ।
[এটি টিউনারপেজের নিয়মিত একটি সাপ্তাহিক ক্যুইজ আয়োজন, প্রতি সপ্তাহে একজন বিজয়ী হতে পারেন ক্যুইজের সঠিক উত্তর দিয়ে]
পুরস্কার :
১. পুরস্কার হিসেবে বিজয়ীর জন্য রয়েছে ৫০ টাকার ফ্লেক্সিলোড।
২. ফ্লেক্সিলোড দেওয়ার আগে আপনাকে ফোন করে সঠিক নং টি যাচাই করে নেয়া হবে। আপনার মোবাইল বন্ধ থাকলে টাকা পাঠিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে টাকা না পেয়ে থাকলে ক্যুইজে মন্তব্যের মাধ্যমে দু’দিনের মধ্যে আমাদের জানাতে হবে। অন্যথায়, এর দায়ভার কতৃপক্ষ বহন করবে না।
ফলাফল :
প্রতি পরবর্তী ক্যুইজে আগের ক্যুইজের সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে এবং ফ্লেক্সিলোড পাঠানো হবে। চোখ রাখুন টিউনারপেজে।
B মিলবে C এর সাথে ।
মোবাইল ফোন নং: ০১৭১৭২৫১৪১৭
এ সপ্তাহের টিউনারপেজ’স ক্যুইজ –৭ এর উত্তর হলো– এই পাশের B অপর পাশের C লাইনে সাথে যুক্ত হবে।
মোবাইল ফোন নং: 01717431010
টিউনারপেজ’স ক্যুইজ – ৭ : উত্তর : A লাইনটি C লাইনটির সাথে গিয়ে মিলবে
মোবাইল নং : ০১৯১৬৩৭২৪১৩
“B” লাইনটি “C” লাইনটির সাথে গিয়ে মিলবে
মোবঃ ০১৯১২৭৮৭২৩৮
A লাইনটি C লাইনটির সাথে গিয়ে মিলবে।
মোবঃ ০১৬৭০১০৭০২৪
answer ‘B’ line jaba ‘C’ line er satha
01738091465
“B” eie hobe.
MOB:01918422729
যদি এটাকে একটা সরল রেখা হিসেবে দেখা হয় তবে B মিলবে C এর সাথে, আর যদি অন্য কাহিনী ঘটে তো . . . . . . . .
ধন্যবাদ !
অভিনন্দন আজব ভাই !
Ans – B
01681136061
Ans.B এর সাথে C লাইনে যুক্ত হবে(B+C)
Mobile No.-016-73093117
B এর সাথে C যুক্ত হবে
mobile-01815226751
congrats ajob vai…..
ans: b nine c er sathe.
008801680609686
B লাইন এর সাথে C লাইন যুক্ত হবে।
মোবাইলঃ 01713581274
B+c
01711322923
B লাইন C লাইন এর সাথে যুক্ত হবে ।
mobile no. 01927573760
ans- B
01717385968
আমি কিন্তু না বুঝেই উত্তর দিয়েছি ।
( অন্যের টা দেইখা )