এবার সাইবার হামলা পরিচালিত হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকে। গত শুক্রবার ফেসবুক ইনকর্পোরেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি অজ্ঞাত হ্যাকার সংগঠন বেশ সূক্ষ্মভাবে হামলাটি চালিয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, ব্যবহারকারীদের কোন তথ্য হাতিয়ে নিতে পারেনি হ্যাকার সংগঠনটি। গত মাসে এ হামলা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ফেসবুকের পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে তাদের ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। ব্যক্তিগত কোন তথ্য চুরি যায়নি বলে ফেসবুক দাবি করলেও, এ খবরে ব্যবহারকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
তবে এ সাইবার হামলার শিকার শুধু ফেসবুক নয় বলে মনে করছে কর্তৃপক্ষ। কি কারণে হামলা হয়ে থাকতে পারে সে ব্যাপারে কোন মন্তব্য করেনি সংস্থাটি। এদিকে অপর এক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা বিষয়ক এক বিশেষজ্ঞ মনে করছেন চীনের কোন হ্যাকার সংগঠন এ হামলা চালিয়ে থাকতে পারে। গোয়েন্দা সংস্থা এফবিআইও এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি। সম্প্রতি বিখ্যাত সংবাদপত্র ওয়েবসাইট নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালেও সাইবার হামলা চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকও হামলার শিকার।
মাইরা লা :D :lol:
সত্যি নয়।
কোথায় কইছে ? ঐ লিঙ্ক দেন দেখি কবে হ্যাক হইল ! :|
কই কইছে ? ঐ লিঙ্ক দেন দেখি কবে হ্যাক হইল ! :|