সি প্রোগ্রামিং করার ক্ষেত্রে নানা ধরনের সমসসার সম্মুখীন হতে হয় । অনেকেই এতে হতাশ হয়ে পরে । আসলে এতে হতাশ হবার কিছু নাই । কারন সমস্যা যখন আছে তার মুকাবিলা করা অনেকে ঝামেলা মনে করে । আমি আমার কথাই বলি । সি প্রোগ্রামিং আমি শুরু করি যখন আমি কলেজ এর ফার্স্ট ইয়ারে পড়ি । কিন্তু তখন আমি একটি সমস্যায় পড়ি এবং প্রোগ্রামিং বন্ধ রাখি ৫-৬ দিন । যদিও তারপর তা সলভ করে ফেলি তারপর ও এটা আমাকে অনেক হতাশ করে ফেলে । আবার যখন ভার্সিটি তে প্রোগ্রামিং শুরু হয় তখন অনেক বন্ধুকেই দেখেছি একটা কমন প্রব্লেম এ পড়তে । এই প্রব্লেম টা সম্পর্কে আমি আজ বলব ।
অনেক কোডিং এর পর একটি প্রোগ্রাম রান করার পর টা যদি চালু হয়ে সাথে সাথেই বন্ধ হয়ে যায় এর থেকে কষ্টের আর কি হতে পারে একজন প্রোগ্রামারের ? কিন্তু না আর সেই ঝামেলা নেই । হতাশ হবার ও সুযোগ নেই ।
#include <stdio.h> int main() { printf("Hello world\n"); return 0; }
উপরের এই প্রোগ্রাম টি রআন করলে সাথে সাথেই চলে যাবে । এর ভিতরে আর ২ টা লাইন লিখলেই প্রোগ্রামটি থাকবে যতক্ষণ না আপনি কোন বাটন প্রেস করেন । চলুন প্রোগ্রাম টা সঠিকভাবে লিখি ।
#include <stdio.h> #include <conio.h> int main() { printf("Hello world\n"); getch(); return 0; }
এখানে getch(); কাজ করবে যতক্ষণ না আপনি কোন বাটন প্রেস করেন । তাই প্রোগ্রাম কোন বাটন না পাওয়া পর্যন্ত রানিং থাকে ।
আজ এই পর্যন্তই । পরবর্তীতে সি প্রোগ্রামিং নিয়ে আর ভাল পোস্ট নিয়ে আসার ট্রাই করব ।