“বিসমিল্লাহহীর রাহমানির রাহীম”
আসসালামু আলাইকুম।
আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।
ইসলাম শান্তির ধর্ম। মহান আল্লাহ সৃষ্টির শুরু থেকেই পাঠিয়েছেন শান্তির বার্তাবাহক। সেই পথের যাত্রা হযরত আদম (আঃ) থেকে শুরু হয়ে শেষ হয় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মাধ্যমে। তারা পৃথিবীতে ইসলাম তথা শান্তির জন্য কাজ করে গেছেন। এর তাদের সেসব কাজের সাক্ষী হয়ে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থান। যেসব স্থান সবার দেখার সুযোগ হয়না। তাই আমরা সেসব স্থানের ছবি দেখে আমাদের ইচ্ছা পূরন করে থাকি। কিন্তু ছবির ফ্রেমে আর কত টুকুই বা বন্দি করা সম্ভব বলুন। কেমন হয় যদি ছবিতেই স্থানটা একটু ঘুরে আসা যায়!
আজ আমি আপনাদের সাথে এমন কিছু Application শেয়ার করব যেগুলো দিয়ে আপনি আপনার Mouse টি ব্যবহার করে ইসলামিক স্থানসমূহ দেখতে পাবেন ৩৬০° কোণে। অর্থাৎ Mouse এর অবস্থান পরিবর্তন করে আপনি স্থানটির চারপাশ সহ উপর নিচ দেখতে পাবেন। যেদিকে আপনার খুশি!
তবে চলুন আর দেরি না করে নামিয়ে নেই Application গুলো। প্রথমে একটি ডাউনলোড করে দেখুন ভাল লাগলে করবেন যত খুশি তত।।
Download
thanks.. join plz our travels agency http://www.facebook.com/AKTTBD
dont mind :)
ভালো পোস্ট
ভাল কমেন্ট :)