প্রথমে ক্ষমা চাচ্ছি এটা আমার প্রথম টিউন ভুল হলে মাফ কেরবেন।
প্রতি রবিবার রাত ১১ টার সময় মাছরাঙ্গা টিভিতে টেলিকুইজ নামের একটা কুইজ অনুষ্ঠান হয় এখানে কিছু প্রশ্ন করা হয় এস,এম,এস এ মাধ্যমে উত্তর দিতে হয় এস,এম,এস প্রতি ২.৩০ টাকা কাটে যথারীতি আমিও অনেক গুলা এস,এম,এস করলাম এবং একটা এস,এম,এস পেলাম Congratulation!!! You have Won BDT 100/=. Winning Amount will reach in yor mobile within 72 hours. Keep playing Maasranga Tele Quiz. কিন্তু ১০০ ঘন্টা হয়ে গেল টাকা দিল না. আমি মাছরাঙ্গা টিভির নাম্বার এ ফোন ও দিয়েছিলাম বলল আমি উপরে জানাচ্ছি । আমার কাছেটাকা টাকা ব্যাপার না কিন্তু এরা জনগনকে ঠকাচ্ছে আমার জানামতে প্রচুর মানুষ এস,এম,এস করে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে মাছরাঙ্গা টিভি :cry: । কেউ এস,এম,এস করে ঠকবেন না।
ধন্যবাদ
ধন্যবাদ সতর্ক করার জন্য ।
ধন্যবাদ সতর্ক করার জন্য ।