আসসালামু আলাইকুম।
প্রথমেই আছে আপনাদের জন্য ঈদের হৃদয় উচ্ছাসিত অভিনন্দন। ঈদ মোবরক।
কেমন আছেন ? আশাকরি মহান আল্লাহ তাআলার রহমতে ভালোই আছেন। আমিও তাঁর কৃপায় ভালোই আছি। কেমন করলেন ঈদের মার্কেট ? যাহোক, আসল কথায় আসি। আজ আমি আপনাদের সাথে যে টিউনটি শেয়ার করবো, আশাকরি আপনাদের ভালোই লাগবে। আমরা অনেকেই রবি কিংবা গ্রামীনফোন অথবা বাংলালিংক মডেম ব্যবহার করি। এদের সফটওয়ার ইন্টারফেসটি তেমন ভালো না হওয়ায় দেখতে অনেকটা অসহ্যবোধ হয় (অন্ততঃ আমার)। কেমন লাগবে যদি এখানে আপনার কাঙ্খিত কোনো ছবি দিয়ে থিম তৈরি করা যায়। হ্যা, ভালোই লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে করা যায়।
নিচের কয়েকটি ধাপে আমরা এটি করবো,
- প্রথমে আপনার প্রোগ্রাম-ফাইলের মধ্যে গিয়ে Robi Internet/GrameenPhone Internet/Banglalink Internet নামক ফোল্ডারটি খুজে বার করুন, এবং ওপেন করুন।
- এবার এই ডিরেক্টরি থেকে Skin\default\images ফোল্ডারটি ওপেন করুন।
- দেখবেন এখানে আপনার মডেম সফটওয়ার ইন্টারফেসে ব্যবহৃত সকল ছবিগুলো আছে। ব্যাস কাজ শেষ।
- এগুলোকে Photoshop কিংবা অন্য কোনো প্রোগ্রামের মাধ্যমে এডিট করে নিন।
- তবে এদিকে নজর রাখতে হবে যে, আপনার ইমেজ সাইজ যেন ডিফল্ট ইমেজ সাইজের সমান হয় এবং এর নাম ও ফরম্যাট যেন একই হয়। নতুবা আপনার মডেম সফটওয়্যার ইন্টারফেসে লিংক করা ইমেজগুলো Show হবেনা কিংবা ছোট-বড় হয়ে যাবে।
- তাই অরিজিনাল ফাইলটিকে সরাসরি (Open with > Photoshop / Other Program) ওপেন করে এডিট করতে পারেন।
- এবার উপভোগ করুন আপনার নিজের পছন্দের থিম।
দোয়া করেন যাতে আমি আপনাদের সাথে আরও দারুণ দারুণ সব টিউন শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে। টিউনের যেকোনো ভুলের জন্য ক্ষমা চাইছি। আর হ্যা, মন্তব্য করতে ভুলবেন না।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
খুব ভাল তথ্য জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
ভাই আমার জিপির মডেম Skindefaultimages ফোল্ডারটি নাই। আপনি কি রবির জন্য লিখেছেন? জিপির জন্য এই টিপস কাজে লাগবে না।
ভাই জিপির পুরানো ভার্সনের অর্থাৎ প্রথম যেগুলো বাজারে আসে সেগুলো বাদে।
হাউ মাউ খাউ…. হাউ মাউ খাউ…. হাউ মাউ খাউ….ধন্যবাদ!
হাউ মাউ খাউ…:-)…হাউ মাউ খাউ…:-)…হাউ মাউ খাউ…:-)…আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও ঈদ মোবারক। :-) :-) :-)
সুন্দর! :)
ধন্যবাদ। ঈদ মোবারক :-)
যা হোক আপনার উপস্থপনা খুবই সুন্দর।আমার জানা ছিল কিন্তু আশা করি অনেকেরই জানা থাকার কথা নয়।
আপনাকে ধন্যবাদ।
:-) :-) :-) মন্তব্য করার জন্য ধন্যবাদ ও ঈদ মোবারক। :-) :-) :-)