সালাম সবাইকে আসা করি ভালো আছেন। আমরা জানি উইন্ডোজ ৮ এর মাঝে বিক্টিন ভাবে Administrator একাউন্ট এনাবল করা থাকে যা আমাদের অনেক সময় প্রয়োজন হয়না তাই আমরা ইচ্ছে করলে এই Administrator একাউন্ট এনাবল অথবা ডিজেবল করে দিতে পারি কম্যান্ড প্রমট ব্যবহার করে। আরো অনেক উপায় আছে এটি করার যা আমি পরে আবার দেখাব।

1. প্রথমে কম্যান্ড প্রমট ওপেন করুন।
2. একাউন্ট Enable করতে।
কম্যান্ড প্রমট এর মাঝে এটি লিখে এন্টার দিলেই একাউন্ট টি একটিভ হয়ে যাবে।
net user administrator /active:yes
3. একাউন্ট Disable করতে।
আগের মত কিন্তু এবার কম্যান্ড লিখুন এটি তাহলে ডিজেবল হয়ে যাবে।
net user administrator /active:no
আসা করি ভালো লেগেছে এবং আমার সাথেই থাকবেন এবং মন্তব্য করে উৎসাহিত করবেন আমি সহ সকল টিজেদের। ধন্যবাদ সবাইকে। অন্য একদিন আমি দেখব এই কাজটি আরো অনেক ভাবে কি কি ভাবে করা যাবে। পাশেই থাকুন টিউনারপেজের।
বাহ দারুন টিপস. ধন্যবাদ আপনাকে সুন্দর টিপস জন্য.