বাংলা প্লাগিন জগতে যুক্ত হলো নতুন সংযোজনঃ বাংলা লেখক পরিসংখ্যান।
এখন আপনি আপনার ব্লগে লেখক পরিসংখ্যান যুক্ত করতে পারবেন খুব সহজে।
এখানে প্রতি পোষ্টের নিচে লেখক পরিচিতির মাঝে লেখকের পরিসংখ্যান যুক্ত করতে পারবেন।
আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই প্লাগিনটি খুবই গুরুত্বপূর্ণ।
এই প্লাগিনের মাধ্যমে আপনি যা যা পাবেনঃ
* লেখকের নাম
* নিবন্ধনের সময়
* জীবন বৃত্তান্ত
* সাম্প্রতিক পোষ্ট
* জনপ্রিয় পোষ্ট ইত্যাদি।
এই প্লাগিনটি ব্যবহার করতে হবে যেভাবেঃ
এই প্লাগিনটির ব্যবহার খুবই সহজ। আপনাকে এটা শুধু আপনার ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে আপলোড করুন।
তারপর একটিভেট করে দিন।
ব্যাস, আপনার কাজ শেষ। এখন আপনার ব্লগে লেখক পরিসংখ্যান যুক্ত হয়ে গিয়েছে।
যেভাবে প্লাগিনটা পাবেনঃ
এই ব্যপারটা হয়তো আপনার খারাপ লাগবে। কারন প্লাগিনটা আমি আপনাকে ফ্রিতে দিতে পারছি না।
প্রতিটি প্লাগিনটি আপনাকে কিনে নিতে হবে।
আপনি আমাকে পেমেন্ট পাঠিয়ে দিলে আমি আপনাকে প্লাগিনটি পাঠিয়ে দিবো।
আপনাকে পেমেন্ট পাঠাতে হবে বিকাশে। আমার ফোন নম্বর প্রোফাইল পাতায় আছে।
ঐ নাম্বারে যোগাযোগ করে মুল্য নির্ধারণ করে নিবেন।
এখন নেয়া না নেয়া আপনার ব্যাপার। যারা নিতে চাননা তারা অযথা ফোন করে বিরক্ত না করার অনুরোধ করছি…
আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই খুব ভালো আছেন।
আমরা কয়েকজন বাঙ্গালী মিলে একটা ব্লগ প্লাটফর্ম তৈরি করেছি…ব্লগটা নতুন, তাই লেখক খুবই কম।
তবে আমাদের সাধ্যে যা পেরেছি তাতে আমরা একে যথেষ্ট সুন্দর ও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।
ব্লগটায় আমরা মোবাইল এবং কম্পিউটারের জন্য আলাদা আলাদা সংস্করন করেছি যাতে উভয় প্লাটফর্ম থেকে সবাই সহজে ব্লগিং করতে পারেন…ব্লগ লিঙ্কঃ সাতকাহন ব্লগএখন আপনাদের কাছে একটা অনুরোধ হলো আপনারা এখানে জয়েন করে আমাদের ব্লগিং সাইটকে আরো প্রানচঞ্চল করে তোলবেন।
আশা করি আপনারা সবাই আমার এই অনুরোধটি রাখবেন। সবাইকে একই প্লাটফর্মে পেলে ব্লগিং করে আনন্দ পাওয়া যায়।
এখানে সবাই একে অপরের ভাই/বন্ধুর মতো…সবার সহযোগিতায় একসময় জনপ্রিয় হবে আমাদের সাতকাহন।
আশা করবো আপনাদের সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে আমাদের সাতকাহন…
ব্লগটা আমাদের কারো ব্যক্তিগত সম্পদ না, এটা আপনার, আমার, সবার। তাই আপনাদের সকলের সহযোগিতায় কাম্য…