বর্তমানে ওয়ার্ডপ্রেস বেস জনপ্রিয় একটি প্লাটফর্ম। অনেকেই ওয়ার্ডপ্রেস এর উপরে পারদর্শী হচ্ছে দিন দিন এবং আরো হবে সেই আসায় আছি। যারা এখনো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন না কিন্তু আগ্রহী আছেন তারা অবশ্যই কিছু ধারাবাহিক টিউটোরিয়াল দেখে ওয়ার্ডপ্রেস এর কাজ গুলো করে নিতে পারেন। আজকে থেকে ওয়ার্ডপ্রেস এর কিছু কমন সমস্যা নিয়ে একটি ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করলাম। সাইট চালাতে গেলে আমাদের অনেক প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। তবে নিরাশার কিছু নেই সর্বদা মনে রাখবেন গুগল হছে সব কিছুর বস এবং বিভিন্য ফরাম এবং ব্লগ গুলোতে সঠিক কি ওয়ার্ড দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আপনার সমাধান।
সমস্যাঃ– যাই হক আজকের প্রথম ক্লাস হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড রিসেট কাজ না করার সমাধান। অনেক সময় অ্যাডমিন পাসওয়ার্ড এর রিসেট অপশন টি কাজ করে না Lost your password দিলেও কাজ হয় না। তখন এই কাজটি আমরা ২টি উপায়ে করতে পারি একটি হচ্ছে সি-পানেল এবং অন্যটি হচ্ছে এফটিপি দিয়ে।
সমাধান ১ সি প্যানেল এর মাধ্যমে।
- সিপানেল এ লগইন করে phpMyAdmin এর ভিতরে Databases এ ক্লিক করুন। (যারা সি-পানেল নিয়ে কাজ করতে ভয় পাচ্ছেন তারা অবশ্যই সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল গুলো ফলো করুন এখান থেকে।)
- এবার আপনার ওয়ার্ডপ্রেস database সিলেক্ট করুন লেফট সাইড বার থেকে। যেমন: Username_wrdp1.
- এখন wp_users এর দান পাসের Browse বাটন এ ক্লিক করুন।
- আপনার Username টি খুজে বের করুন এবং Edit ক্লিক করুন।
- এবার পাসওয়ার্ড রিসেট করতে user_pass কলামের Value এর ফলদে নতুন পাসওয়ার্ড দিয়ে দিন।
Greasy very rinsed never after without http://www.geneticfairness.org/ products Meyers hair their I’m it cosmetics changes.
- Function এর আন্দারে ড্রপ ডাউন মেনু থেকে অবশ্যই MD5 নিয়ে নিবেন।
- এবার পেজের নিচে দেখুন Go বাটন আছে ক্লিক করুন।
সমাধান ২ FTP দিয়ে
- আপনার এফটিপি একাউন্টে লগইন করুন।
- এখানে যান “../wp-content/themes/(আপনার একটিভ ঠিক এর ভিতরে)/”, এবং ডাউনলোড করুন functions.php ফাইলটি।
- এবার ডাউনলোড করা functions.php ফাইলটি ওপেন করে নিচের কোডিং টি এড করে দিন ঠিক “<?php:” লিখাটার নিচে।
wp_set_password('নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে নিবেন',1);
- এখন আবার নরমাল ভাবে functions.php ফাইলটি আপলোড করে নিন।
- নতুন পাসওয়ার্ড দিয়ে সঠিক ভাবে লগইন হয়ে যাবার পর কোডিং টুকু অবশ্যই ডিলিট করে দিবেন।