এসইও যার ফুল নেইম হচ্ছে সার্চ ইন্জিন অপটিমাইজেশন। এটি দুভাবে কাজ সম্পন্ন করে থাকে ১. অনপেজ অপটিমাইজেশন ২. অফপেজ অপটিমাইজেশন। যারা এসইও সম্পর্কে জানি তারা অবশ্যই ব্যাকলিংক নামটির সাথে পরিচিত আর এও জানি যে ওয়েব সাইটের ভিজিটর বৃদ্ধিতে ব্যাকলিংক এর কোন বিকল্প নেই। সত্যি কথা বলতে ব্যাকলিংক কোন আলাদা বিষয়ের নাম নয় বরং এটি একটি সামষ্টিক ধারনা। অর্থাৎ সাইটের অফপেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা যা করে থাকি তার প্রত্যেকটি কাজই তৈরি করে ব্যাকলিংক। তাহলে বুঝতেই পারছেন অফপেজ অপটিমাইজেশন করা আর ব্যাকলিংক তৈরির কৌশল মূলত একই।
ব্যাকলিংক কি: উপরের আলোচনা থেকে আমরা মূলত ব্যাকলিংক শব্দটির সামষ্টিক ধারনা দেয়ার চেষ্টা করেছি। এবার বলছি আরও কিছু বিস্তারিত, যার ফলে ধারনাটা পুরোপুরি পরিস্কার হবে আশা করছি। ধরুন আমার একটি ওয়েব সাইট আছে যার নাম www.nextbarisal.com এখন আমি আমার সাইটের একটি লিংক www.alherabd.com পেজে রেখেছি। কিভাবে রাখতে পারি সেটি পড়ে শিখব, আগে বিষয়টি বোঝার চেষ্টা করি। এখন যদি কোন ভিজিটর আল-হেরার সাইটটি ভিজিট করে এবং এ সাইট থেকে আমার নেক্সট বরিশাল সাইটে আসে তবে সেটিই হবে একটি ব্যাকলিংক এর সফলতা। আর আমি যে লিংকটি আল-হেরার সাইটে দিয়েছিলাম সেটিকে বলা হবে ব্যাকলিংক। আশা করি এখন বুঝতে পেরেছেন।
ব্যাকলিংক এর গুরুত্ব: এখন আমরা ব্যাকলিংক এর গুরুত্ব বা কেন ব্যাকলিংক প্রয়োজন সেটি জানার চেষ্টা করছি।
১. ব্যাকলিংক এর হাত ধরে আমরা প্রচুর ভিজিটর সংগ্রহ করতে পারি।
২. ব্যাকলিংক থেকে যদি আমার সাইটে অনেক ভিজিটর আসে তবে সে লিংকটি গুগলের কাছে কিংবা যেকোন সার্চ ইন্জিনের কাছে বেশ মূল্যবান হয়ে ওঠে এবং এ পেজের জন্য অনপেজ অপটিমাইজেশন সহজ হয়ে যায়।
৩. Page Rank এবং Alexa Rank সর্বোত্তম হওয়ার অন্যতম কারন হচ্ছে ব্যাকলিংক এবং ভিজিটর বৃদ্ধি। আর এগুলোর সর্বোত্তম রিপোর্ট আপনার পুরো সাইটের গুরুত্বকে সার্চ ইন্জিনের কাছে বাড়িয়ে দেবে অনেকগুন।
ব্যাকলিংক বৃদ্ধির কৌশল: পূর্বেই বলেছি যে ব্যাকলিংক তৈরির কৌশল আর অফপেজ অপটিমাইজেশন একই কথা। তবে অবশ্যই সবসময় ভালমানের সাইট থেকে ব্যাকলিংক পেতে চেষ্টা করবেন। ব্যাকলিংক তৈরির কৌশলগুলো নিম্নরূপ:
১. বিভন্ন জনপ্রিয় ব্লগে আর্টিকেল লেখা এবং লিংক ব্যাবহার
২. অন্যের ব্লগে কমেন্ট করা
৩. ফোরাম পোষ্টিং
৪. ফোরামে কমেন্ট পোষ্ট করা
৫. ভাল ডিরেকটরিতে ওয়েব সাইটকে সাবমিট করা
৬. অন্যর সাথে লিংক এক্সেচেন্জ করা
৭. প্রশ্ন-উত্তর সাইটে কাজ করা
৮. ওয়েব সাইটে এ্যাড দেয়া
৯. ব্যাকলিংক ক্রয়ের মাধ্যমে
১০.প্রেস রিলিজের সাইটে কাজ করা
উপরের নির্দেশনাগুলো সঠিকভাবে অনুসরন করলে অবশ্যই ভাল ফলাফল পাবেন বলে আশা করছি। সকলের শুভ কামনায় বিদায় নিচ্ছি…..