আজকে নিয়ে আসলাম বিভিন্ন গেমিং সফটওয়্যার। গেম খেলি না এরকম মানুষ খুব কমই আছে। সবাই কোন না কোন গেম খেলে। তাই সবার জন্য নিয়ে এসেছি বিভিন্ন গেমিং সফটওয়্যার। তাই যার যা দরকার তা নিচের থেকে ডাউনলোড মারেন। আশা করি এরপর আর কারো কোন গেমিং সফটওয়্যার লাগবে না।
1)Snagit
শুধু গেম খেললেই তো হবে না। আপনাকে দেখাতেও তো হবে যে আপনি গেম কি রকম খেলেন। তাই গেম ক্যাপচার করার জন্য এই সফটওয়্যারটি সেরা ।এখানে আপনি গেম এর বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য ক্যাপচার করতে পারবেন। তারপর আবার তা এডিট করতেও পারবেন। এছাড়া ভিডিও করতে পারবে। তাই আপনার প্রিয় সব অ্যাকশান গুলো আজকেই ক্যাপচার করে রাখুন এই সফটওয়্যার দিয়ে। এছাড়া আপনি টিউন করতেও এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এটি ডাউনলোড করতে প্রথমে এখান থেকে ট্রায়াল ভার্সন ডাউনলোড করুন । আর সিরিয়াল কী এখান থেকে ডাউনলোড করুন।
Cheat Book
গেম খেলেন কিন্তু চিট নিয়ে সমস্যা এটা সবারই হয়।কারন সব চিট সবার কাছে থাকে না। গেম এর চিট খুজতে খুজতে আমার মত পরে আর গেম খেলা হয় না। তাই সারা জীবনের যত গেম আছে তাদের সব গেম এর চিট এই এক সফটওয়্যার এর মধ্যে আছে ।আপনারা অনেকেই হইত জানেন এই সফটওয়্যার এর কথা। কিন্তু যারা জানে না তাদের জন্য এটি। এটি এখান থেকে ডাউনলোড করুন।
3)3D Analyzer
আপনি আপনার কোন প্রিয় গেম খেলতে চান কিন্তু গ্রাফিক্স কার্ড এর কারনে আপনি খেলতে পারছেন না।আর গ্রাফিক্স কার্ড ছাড়া গেম খেলার জন্য এটা হচ্ছে আরও একটি ফ্রী সফটওয়্যার। এটির মাধ্যমে আপনি আপনার প্রায় সবগুলো গেমই খেলতে পারবেন। এটি ব্যাবহার করা খুব সহজ । তবুও না পারলে ইউটিউব এর এই ভিডিওটি দেখুন। এটি ডাউনলোড করুন এখান থেকে। আর কোনগুলো খেলতে পারবেন তা এখানে দেখুন।
4)Game Ranger
EA এর গেমগুলো আপনি যদি মাল্টিপ্লেয়ার মোডে খেলতে চান। তাহলেই হই সমস্যা ।এরা আপনার কাছে সিডি কী চাবে আর আপনি তা দিতে পারবেন না। তাই আপনি কারো সাথে চ্যালেঞ্জ করে খেলতে পারবেন না। আর এই জন্য গেম রেঞ্জার সফটওয়্যার তা খুব নাম করেছে। এটি আপনাকে সব দেশের লোকদের সাথে খেলতে দিবে। এটি ব্যাবহার করা সহজ । তারপরও কারো যদি সমস্যা হয় তাহলে ইউটিউব এর এই ভিডিও তা দেখতে পারেন। এটি ডাউনলোড করুন এখান থেকে। আপনি যেই গেমটি খেলবেন সেটি অবশ্যই আপনার কাছে থাকতে হবে।এর মাধ্যমে যে সব গেম আপনি খেলতে পারবেন তা এখান থেকে দেখুন।
5)Game Booster
আপনাদের যাদের কম্পিউটার এর র্যাম কম তারা এটা ব্যাবহার করে দেখতে পারেন। এটির মাধ্যমে আপনার গেম আরও স্মুথ চলবে । এটি মুলত আপনার অদরকারি কাজ গুলো বন্ধ করে র্যাম কিছুটা হলেও ফ্রী করবে। এছাড়া game deframment করবে। যাতে করে গেম আরও সুন্দর করে চলে। এটি এখান থেকে <a href="”>ডাউনলোড করুন।
6)Game Accelator
যাদের গেম আটকে আটকে চলে ।অর্থাৎ গেম এর গ্রাফিক্স পিসি এর তুলনায় বেশি তখন গেম খেলতে খুব প্রবলেম হয়। আবার র্যাম কম থাকলেও একি প্রবলেম হয়। তাই আপনার গেম কে আপনি এই সফটওয়্যার দিয়ে ইচ্ছা করলে গেম এর স্পিড বাড়াতেও পারবেন। আবার ইচ্ছা করলে কমাতেও পারবেন। আর এই সফটওয়্যারটির দাম 15.98$ । কিন্তু টিউনার পেজের বন্ধুদের জন্য আমি এনেছি একদম ফ্রী । এটি এখান থেকে ডাউনলোড করুন।
আর আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন।
জটিল জিনিস পাইলাম ধন্যবাদ
মেলা নাকি হাট ভাই??????????
:)
[img]http://www.tunerpage.com/uploads/2011/09/Image0815.jpg[/img]
snagit টা নামাইলাম
আমার এইগুলি লাগব না.
fdl24.blogspot.com
আমার সফটওয়্যার এর সাইট ভিসিট করতে পারেন.
কিন্তু ভায়া এটি যাদের নেই তাদের জন্য ……… সবারই কখন দরকার হবে না।
দারুন একটা ঝাকানাকা টিউন। ধন্যবাদ দিপ্ত ভাইকে।
vai everytimes er moto fataye dilen……..thnk you
এক কথায় awesome………………
আমি খেলতে পারিনা
ঠিক বুজলাম না কি বললেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
অয়ে ভাই টিউন দেখে তো ভুই পাইয়া যাইতেছি………এত্তো সুন্দুর টিউন……
ভূত যদি ভয় পায়, তাহলে আর লোক জন কোথায় যাবে :P
হি হি হি। নতুন আইডিয়া এখন থেকে আমি আমার টিউন দিয়ে ভূত তাড়াবো ।আমার আর যিদ্দু কিংবা adf সাইট এ ফাইল উপলোড করতে হবে না।
এর মানে কি? আমকে তাড়িয়ে দিবেন?আপনার মতলব তো ভালো না!!যান মাইন্ড করলাম!!
না ভাই আমি এই পদ্ধতি ব্যাবহার করবো না। কারন এটা করলে ভুত এফএম আর কোন লোক কাহিনি বলবে না। কারন তখন ভুত থাকবে না। আর তখন আমি ভুত এফএম শুনবো কি করে। তাই মাইন্ড কইরেন না।
আমমমমমমমমার আরো চাইইইইইইইই
আবারও বরাবরের মতো ই আরেকটি চমৎকার টিউন। চালিয়ে যান।
চমৎকার টিউন, ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাই!!
ধন্যবাদ আপনাকেও পাপি বান্দা ভাই।
জটিল জটিল জিনিস দিপ্ত ভাই!! এর পর আর কিছু হয় না। আপনাকে খসংখ্য ধন্যবাদ।
সাগর ভাই এরপর আর কিছু হয় না মানেটা ঠিক বুজলাম না।
চমৎকার টিউন, এরকম টিউন আরো আশা করছি !
Tunegula khub kajer,
চালায়া যান
দারুন আমার মতন গেম পগলার জন্য এই টিউনই তো দরকার
অনেক ধন্যবাদ
আর ভাই গেম রেঙ্গার ব্যাবহার করলে বইলেন। আপনার ইউজার আইডি দিয়েন। আপনার সাথে খেলবো।
ভাই আমি সারাজিবন singleplayer এ খেলসঃ
দেখি try করব :)
দারুন টিউন চালিয়ে যান ।ধন্যবাদ ।
আপনাকেও ধন্যবাদ পাশে থাকার জন্য।