সেই ক্ষণে চারপাশে ছিল নীরবতা
শুধু আমরা চারিদিকে নিস্তব্দময়,
আমায় ভাবিয়ে তুলেছে, শুধু মৌনতা,
জোছনা ভরা সে সময় আনন্দময়।
কথা ভরা চোখ জোড়া চাঁদের আলোয়
বুঝে নিয়েছিলাম, তোমার আকুলতা,
ভেঙ্গেছি মৌনতার সকল অভিনয়,
আজ রাতে থাকবেনা কোন অসিদ্ধতা।
তোমায় টেনে, তোমার হাতে হাত রেখে
শাড়ির ঐ আঁচল সরিয়ে বুকে বুক,
বাহুতে বাহু, উড়ুতে উড়ু, ঠোটে ঠোট
দিয়ে শুয়ে ছিলাম চাঁদের আলো মেখে।
চারপাশে কিছু না, শুধু উষ্ণ নিশ্বাসে
ভরা একটু আওয়াজ ছিল বাতাসে।
তুমি করেছ নিমন্ত্রণ নিশুতি রাতে,
গিয়েছি তোমার তরে রাত দ্বিপ্রহরে।
সে রাত ছিল আধার ঘেরা কুয়াসাতে,
আমি পেয়েছি গো ঠাই তোমারি অন্তরে।
দেখেছি আমারে তোমারি মন মন্দিরে,
নিয়েছি টেনে তোমারে আপন বাহুতে।
হাত দুটি ছিল তোমার পিঠের পরে,
কখনো পাইনি সে সুখ এই ধরণিতে।
আমি উল্লাসিত হয়েছি মুক্ত আনন্দে।
অনন্য সুখে বুকে আমার ব্যথা বাজে,
লাজে ভরা ঐ মুখ খানি বুকের মাঝে
গুজে ছিলে।শিহরিত হলে বাদ্য ছন্দে।
সে মধুর স্মৃতি রেখেছি স্মৃতিচারণে।
অপেক্ষমাণ,যাব তোমার নিমন্ত্রণে।
জিনিশ টা কি ?
আফসোস…
আফসোস করার কিছুনাই আমি ইদানীং বুঝার চেষ্টা করছি। ধন্যবাদ।
আমি আবার সনেট কম বুঝি!
চমৎকার, আচ্ছা সনেট সম্পর্কে একটা টিউন করুন না, আমার এ ব্যাপারে বিস্তারিত জানার ইচ্ছা আছে !
ধন্যবাদ !
রাসেল পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা শুনে আমি অনুপ্রানিত হয়েছি। আমি অবস্যই চেষ্টা করব, সনেট সম্পর্কে বিস্তারিত বলতে।