আসসালামু আলাইকুম, সবাইকে আজকের টিউনে আবারও স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটু মজা করব। অনেকই তো এই পর্যন্ত শিখলেন এবং সফটওয়্যার ও সমস্যা সমাধান করলেন। এবার একটু হাসেন :) :) :D :D :D চলূন হাসাহাসি শুরু করে দেই।
কীভাবে বুঝবেন যে আপনার পিসি মেয়ে নাকি ছেলে?

CreateObject("SAPI.SpVoice").Speak"i love you TunerPage"
আপনি যা লিখবেন, তাই পিসি পড়ে শুনাবে
আপনার কি ইংরেজি পড়তে সমস্যা হয়? মানে আপনি ইংরেজি পড়তে ঠিক মতো পারেন না? কোন সমস্যাই নাই। আপনার পিসি এখন আপনাকে আপনার লেখাগুলো পড়ে শূনাবে। তাহলে চলুন শুনি। নিচের কোডটি কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন। এবার নোটপ্যাডটি dt.vbs নামে সেভ করুন। এবার এটি চালু করে আপনার লেখা লিখে ok করুন।
Dim message, sapimessage=InputBox("What do you want me to say?","TunerPage The Ultimate Path of The Bangla Technology")Set sapi=CreateObject("sapi.spvoice")sapi.Speak message
এবার খেলুন জাভা স্ক্রীপ্ট নিয়ে

javascript: alert(4+5+6+৯+(3*10));
javascript: document.body.contentEditable = 'true'; document.designMode = 'on'; void 0
javascript: R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+"px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5); void(0);
মজার কোডিং তো
কাজের টিউন আপনি শেয়ার করেছেন………. ধন্নবাদ…