আচ্ছালামুয়ালাইকুম, আশাকরি আল্লাহর ইচ্ছায় সবাই ভালোই আছেন। ইতমদ্ধেই হয়ত আপনারা জাভা অথবা সিম্বিয়ান মোবাইলে ব্যবহার করেছেন। এবার নিয়ে এলাম এন্ড্রয়েডের জন্য। **চলুন তাহলে শুরু করা যাক** এজন্য প্রয়োজন হবে একটি অপেরামিনি এবং একটি জিপি সিম। শুরতেই আপনার ডিভাইসটি কনফিগার করে নিতে হবে। এজন্য নিচে ফলো করুন,
settings>wireless & networks>Mobile networks এ যান।
যদি আপনি আপনি ডুয়েল সিম ইউজ করে থাকেন তাহলে Mobile networks এ প্রবেশ করার পর সিম সিলেক্ট করতে হবে।
যদি জিপি সিমটি SIM1হয় তাহলে subscription 1 সিলেক্ট করুন। আর যদি জিপি সিমটি SIM2 হয় তাহলে subscription2 সিলেক্ট করুন।
ধরুন আপনার জিপি সিমটি সিম 1এ আছে। তাহলে subscription 1 সিলেক্ট করে এরপর Access Point Names এ প্রবেশ করুন।
মেনু বাটন প্রেস করে new APN এ ক্লিক করুন।
এবার এভাবে কনফিগার করে নিন;
name: opera
APN: gpinternet
Proxy: 80.239.242.253
port: 80
MCC:470
MNC:01
এছারা অন্নান্য সবকিছু আগের মতোই থাকবে। নিচের ছবিটি দেখুন;
এবার এই কনফিগারেশনটি ডিফল্ট হিসেবে সেট করুন।
** এখন আপনাকে একটি হান্ডেলার অপেরামিনি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
* এটি ইনস্টল করার পুর্বে আপনার মোবাইলে যদি কোনো অপেরামিনি ইনস্টল করা থাকে তাহলে সেটি আনইনস্টল করে নিন।
* এবার মোবাইলের ডাটা অন করে অপেরাটি ওপেন করুন। অপেরাটি ওপেন করলে একটি হ্যান্ডেলার মেনু দেখতে পাবেন। যেটা অন্নান্য অপেরায় দেখা যায়না।
নিচের ছবিটি লক্ষ করুন।
এখান থেকে proxy type এ HTTP সিলেক্ট করুন।
proxy Server বক্সে টাইপ করুন wap.gpgamestore.com
এবার save প্রেস করুন।
আপনি যদি সবকিছু ঠিকমতো করতে পারেন তাহলে অপেরমিনিটি ইনস্টল হবে।
ইনস্টল হওয়ার পর ঝাপিয়ে পড়ুন আনলিমিটেড ব্রাউজিং এবং ডাউনলোড করতে।
** ভালো স্পীড পেতে অবশ্যই যেকোনো একটি প্যাকেজ কিনে নিবেন**
৩ এমবির প্যাকেজ নেয়াটা সবচেয়ে ভালো। এতে সাতদিন ভালো স্পীড পাবেন।
৩এমবি কিনতে হলে জিপি সিম হ্যান্ডসেটে লাগিয়ে ম্যাসেজ অপশনে টাইপ করতে হবে “P10 এবং সেন্ড দিতে হবে “5000 তার জন্য সিমে থাকতে হবে নুন্যতম ১০.৫০ টাকা।
এবং এমবি চেক করতে হলে ডায়াল করতে হবে *566*10#
আপনাদেরকে ভালোবাসি বলেই অনেক কস্ট করে লেখা আমার এই পোস্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
কোনো সমস্যা হলেও কমেন্টে জানাবেন।
***************যদি পোস্টি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমাকে একটু সাহায্য করেন পিল্জ । আমি স্মাটফোন ফটো কন্টেস এক প্রতিযোগিতায় অংশ নিয়েছে , এখন আমার শুধু দরকার আপনাদের একটি ভোটের।
নিয়মাবলী:
প্রথমে এখানে http://x.co/sCnJ যান।পেজটিতে লাইক করুন তাতে পেজটি আবার নতুন করে লোড হবে এখন ****বিশ্ব ইজতেমা*****এর ছবিটিতে একটি ভোট করুন ।চাইলে আপনিও অংশ নিতে পারেন******************** ।
ভাই uc er handler er handler er setting ta din.androider jonno bistarito
ভাই আমি Android এ ফ্রি তে UC ব্রাউসার দিয়া ব্রাউস করতে চাই… কেও হেল্প করেন…. আর পারলে এয়ারটেল দিয়ে কেমনে ফ্রি ইন্টারনেট use করব তাও বলে দিয়েন… এয়ারটেল এর তা পাইলে দয়া করে এই নম্বর এ মেসেজ করে পাঠায় দিয়েন …… ০১৮৩৩১০২৪৭১….
vai ami samsung mobile java application a net uc browser diye us kori and nokia x2 agulate kivabe unlimited net use korbo plz plz plz link ta aktu share koren plz vai korle upoker hoy
vai salam niben, ami amr java mbl a free net chalaitesi, opera, nimbuzz and uc browser 8.3 dia.
Vai anroid a ki uc brwsr dia chalano jabe.?
Vai amr java mbl ar jonne uc browser 7.6.1 handler version ta dorkar. Akhon jeta use kortesi ota 8.3.0.
vai uc browser+opera kivabe handler version korte pari jodi janan tahole apnar kase chiro kritoggo thakbo.
আপন ভাই ওই ৮.৩.০ ভার্সন টার ডাউনলোড লিংক টা আমাকে দিয়া যাবে.please হেল্প করেন ভাই.
শেয়ার করার জন্য ধন্যবাদ
আমার পোস্ট হুবহু কপি করে পেস্ট করলেন? পোস্টটি পুর্বে এখানে প্রকাশিত হয়েছিলো… http://www.pchelplinebd.com/archives/46258
এই ট্রিক টা তে কাজ হচ্ছে আমি গতরাতে সিম্ফনি ২৫ এ করেছি কাজ হচ্ছে.
ভাই আমি মোবাইলের ডাটা অন
করে অপেরাতে সব কিছু লিখে সেভ করলাম। কিন্তু অপেরা ইনিস্টল নিচ্ছে না।কিছুক্ষণ পর বলছে যে unable to connect.. Check your mobile network settings.
vai apnar tric kaj korena.ami symphony w25 use kori.apnar kotha moto sob korar por error in communication dekhai.notun apn setup disi opera mini download disi tobu hoina.pls help korben…..?
bai,,,,akto valo kore chasta korun hoi ba .amer ta hoise and amader friend er sober o hoise.
সুপার thanks ভাই…. খুব বড় উপকার করলেন ………….. অন্নেক ভালো হইসে…..