ব্রাউজারে সংরক্ষিত/টাইপকৃত পাসওয়ার্ড বের করুন সহজেই
এই পোস্টটি শিক্ষামূলক!!! দয়া করে কারো ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করবেন না; করলে টিজে কোনভাবেই দায়ী না।
এটা নতুন কিছু না। সবাই ব্রাউজার সেটিংস থেকে করতে জানে। এখানে ব্রাউজারের ডিফ্যাল্ট ডেভলপার টুল ব্যবহার করে ফেসবুকের সংরক্ষিত/টাইপকৃত পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় তা দেখাব।
ফেসবুকে যান। পাসওয়ার্ড সংরক্ষিত/টাইপকৃত হলে নিচের মত দেখাবে। তা থেকে আপনি শুধু পাসওয়ার্ড অংশটুকু পুরো সিলেক্ট করুন।
মাউসে রাইট ক্লিক করুন। সবচেয়ে নিচের Inspect Element-এ ক্লিক করুন।
নিচের মত দেখাবে।
গুগল ক্রোমে
মজিলা ফায়ারফক্সে
ফায়ারফক্সে একটা বাড়তি স্টেপ করতে হবে যা ক্রোমে করতে হবে না। সেটা হলঃ
বামপাশের নিচের ছবিতে চিহ্নিত বাটনটিতে ক্লিক করতে হবে।
এবার হাইলাইটেড লাইনটির type=”password” এর password লেখাটিতে ডাবলক্লিক করুন। আর password-এর জায়গায় টাইপ করুন ‘text’ (কোটেশন মার্ক ছাড়া)।
এবার নীচের ছবির মত আপনার কাঙ্ক্ষিত সংরক্ষিত/টাইপকৃত পাসওয়ার্ডটি দেখতে পাবেন।
এটা আমার মনে হয় সেটিংসে গিয়ে করার চেয়ে সহজ।
আজ এ পর্যন্তই। ভালো থাকুন।
ধন্যবাদ
bhai amar comet birt a ai oi bam paser nicer icon astasena ki kora jai plz help me
আমার মোজিল্লা ব্রাউসার ati work kortasena
যাবে। আপনি ডানপাশে উপরে টুলস এ যান। সেখান থেকে ডেভেলপার tools সিলেক্ট করুন। এবার নিচে বামপাশে ফাইন্ড-এ ক্লিক করুন এবার পাসওয়ার্ড লেখার জায়গাটায় একটা ক্লিক করুন। বাকিটা একইরকম।
bhai eta ki internet explorar e ki kaj hobe. jodi hoy kibhabe etu janaben….
সবাইকে অনেক ধন্যবাদ।
valo ekta post
আপনাকে ধন্যবাদ
অসাধারণ এবং একটি চরম পোস্ট আশা করি নিয়মিত আমরা এই জাতিয় পোস্ট পাব
ধন্যবাদ
আপনাকে স্বাগতম!!!
গরম টিপস
থকঙ্কস