ইংল্যান্ডের পুরোনো একটি নার্সারী বাগানের মালিক নিজের চোখে দেখলেন যে একটি গাছ কিভাবে একটি জ্যান্ত পাখিকে গিলে ফেলল। তিনি দেখলেন একটি পাখি খাবার খুজতে খুজতে একটা গাছের চোঙ্গাকৃতির অংশে যেতেই পাখিটিকে গাছের বিছানো জাল টেনে নিয়ে গিলে ফেলল। এব্যাপারে আরো বিস্তারিত জানতে বাগান মালিক গাছটির ফানেল আকৃতির বিভিন্ন আংশে দেখতে পান অসংখ্য পাখির পালক। তিনি ত একেবারে থ।
তখন তিনি নিশ্চিত হন এই গাছ পাখি ছাড়া অন্য কোন প্রাণী ভক্ষন করেনা। এরপর বাগান মালিক তার বন্ধু উদ্ভিদ বিশারদকে জানালে তিনি বলেন: গাছের ব্যাঙ, টিকটিকি, ইঁদুর ভোজনের কথা বহুবার শোনা গেলেও পাখি ভোজনের ক্ষেত্রে নজরে আসা এটি দ্বিতীয় ঘটনা। এর আগে জার্মানীতে পরিকল্পিত ভাবে লাগানো একটি গাছ এমনটা ঘটায়। তবে বুনো পরিবেশে এটাই প্রথম। নেপেনথেস গোত্রভুক্ত এই শিকারী গাছটির বিশেষত্ব হচ্ছে , গাছের ফানেল বা চোঙ্গা আকৃতির একটি করে মুখ থাকে। মুখটি প্রাণীদের আকৃষ্ট করার মত বর্ণীল হয়। আর ভিতরে থাকে বিশেষ ধরনের সুগন্ধীযুক্ত তরল। এই সুগন্ধীযুক্ত তরলের সুগন্ধীর টানে পাখিসহ বিভিন্ন প্রানী এধরনের গাছের কাছে আসে। ঐ ফানেলের ফোকরে কোন প্রাণী মুখ বা শরীর ঢুকানো মাত্র ফানেলের উপরের মুখ বন্ধ করে দেয়। আর পাখি হয়ে যায় বন্দী।
তথ্যঃ বিবিসি ।
\
বিঃ দ্রঃ এই টিউন মোবাইল থেকে লেখা ও প্রকাশ করা হয়েছে ।
অনেক অজানা তথ্য জানলাম. আপনাকে অনেক ধন্যবাদ.
ছোট বেলা থেকে মাংসাশী গাছের সমপর্কে দারুন আগ্রহ ছিলো আমার, আজকে হঠাৎ তা আবার মাথা চারা দিয়ে উঠলো !
ধন্যাবাদ !
আপনাকেও ধন্যবাদ
ভাল লাগলো নতুন কিছু জেনে। তবে ছবি শেয়ার করতে পারলে আরও ভাল লাগত!
জ্বী ভাই । খেয়াল করেছেন নিশ্চয়ই , টিউনের শেষে লেখা আছে “এই টিউন মোবাইল লেখা ও প্রকাশ করা হয়েছে”। আগে পোস্টে ছবি দিতে পারতাম না । এখন ছবি যোগ সহজ করেছে টিউনারপেজ । এখন দিব ইনশাআল্লাহ
কলাম টা কালের কণ্ঠ পত্রিকায় পরলাম।ভাল লেগেছে ।
দুঃখিত ,পড়লাম*
দারুন, দারুন, দারুন। আমারো একই প্রশ্ন চিন্তিত ভাইয়ের মত, কোন সেট ব্যবহার করেন লিটু ভাই ?
ধন্যবাদ । আপনার হাতে পায়ে ধরি প্লাবন ভাই… আমার নাম “জি এম পারভেজ”, লিটু নয় । OK?
আমি ভাই নকিয়া X2 মডেলের হ্যান্ডসেট ব্যবহার করি ।
দারুন টিউন। litu ভাই আপনি কোন মডেলের সেট ব্যাবহার করেন? ধন্যবাদ।
ধন্যবাদ । আপনার হাতে পায়ে ধরি চিন্তিত পথিক ভাই… আমার নাম “জি এম পারভেজ”, liTu নয় । OK?
আমি ভাই নকিয়া X2 মডেলের হ্যান্ডসেট ব্যবহার করি ।
রাহাত শিকদার বলেছেনঃ কতিঘাংসা । ধন্যবাদ । অফটপিকঃ মিষ্টি কই?
jaanakcc বলেছেনঃ ……tsop dg ।
ধন্যবাদ ।
সাংঘাতিক !!!!!
gd post……
তাই নাকি আমার জানা ছিলনা তো
বাংলাদেশে এখন দরকার রাজনীতিবিদ খেঁকো কোন কিছু । উনারা তো শয়তানকে ছুটিতে পাঠিয়েছে ।
সহমত!
একমত হওয়ার জন্য ধন্যবাদ । ভাবছিলাম অনেকে একমত হবে ।
শয়তান খেকো গাছ নেই কি পৃথিবীতে ?