আসসালামু আলাইকুম,আশা করি সকলে ভাল আছেন।আমি আপনাদের সাথে আজ এরকম একটা সফটওয়ার শেয়ার করব।যা দিয়ে আপনি আপনার নেট লাইন এর সবার আইপি এবং ম্যাক এড্রেস জানতে পারবেন।কিছু কিছু নেট লাইন এর ক্ষেত্রে ম্যাক এড্রেস বসানো লাগে না।শুধু আইপি বসালে কানেক্ট হয়ে যায়।আবার কিছু নেট লাইন এর ক্ষেত্রে প্রত্যেক আইপি এর জন্য ম্যাক এড্রেস আলাদা থাকে।সেই ক্ষেত্রে অন্য ইপ কানেক্ট করতে হলে আপনার সেই আইপির ম্যাক এড্রেস ও জানতে হবে।এ ক্ষেত্রে Advanced ip scanner সফটওয়্যারটা আপনাদের কাজে আসতে পারে।এর মাধ্যমে আপনার নেট লাইন এর সবার আইপি এবং ম্যাক অ্যাড্রেস জানতে পারবেন।প্রথমে রার ফাইল টি এক্সট্রেক্ট করুন।তারপর সফটওয়্যারটি ইন্সটল করুন।ইন্সটল করার পর স্কেন করুন দেখবেন অনেক গুলো আইপি তার ম্যাক এড্রেস সহ চলে এসেছে।
যদি আপনার সারভার এ ম্যাক অ্যাড্রেস ছাড়া কানেক্ট না হয় তবে ম্যাক অ্যাড্রেস ও বসিয়ে নিন।এক্ষেত্রে মাজখানের কোলন বাদ দিয়ে লিখবেন।তারপর আপনি একটা একটা করে টেস্ট করে দেখুন কোন আইপি এর কি রকম স্পিড।এক্ষেত্রে আইপি পরিবর্তন করার পাশাপাশি আপনার ম্যাক এড্রেস ও পরিবর্তন করতে হবে।তা না হলে কানেক্ট নাও হতে পারে।তারপর আপনার পছন্দের আইপি গুলো আপনি ফেবারিট এ অ্যাড করে রাখতে পারবেন।মানে যেগুলোর স্পিড বেশি সেগুলো।এক্ষেত্রে যে আইপি গুলো এলাইভ, ধরে নিবেন সেই আইপি গুলো তার ইউসার ব্যবহার করছে।তাই সেগুলো তে কানেক্ট করলে আইপি এর স্পিড শেয়ারিং হয়ে যাবে।তাই এক্ষেত্রে যে আইপি ডেড অবস্থায় থাকবে সেই আইপি তে কানেক্ট করার চেষ্টা করবেন।এক্ষেত্রে কোন আইপি এর স্পিড যদি ৫১২ কেবিপিএস কিংবা ১ এমবিপিএস ও হয় আপনি সেই আইপি তে কানেক্ট করলে আপনি ও একি স্পিড পাবেন।আমিও এই কাজ করি।আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।আমি প্রথমে ৮০০ টাকার ব্রডব্যানড ব্যবহার করতাম।আমার হাত খরচ থেকে যতটুকু টাকা বাচে তা দিয়ে নেট এর খরচ দিতে আমার এক কথায় ঘাম ছুটত ।তখন আমার নেট স্পিড ছিল ১৯২ কেবিপিএস । তারপর সিদ্ধান্ত নিলাম ৪০০ টাকার (৬৪ কেবিপিএস) নেট ব্যবহার করব।কি স্পিড তাতো বুঝতেই পারছেন।সেই সময় থেকে আমি এই সিস্টেম এ নেট ব্যবহার করি।আমার স্পিড এখন ২৫৬ কেবিপিএস এর উপরে।কিন্তু মাসে ৪০০ টাকাই দেই।
ডাউনলোড লিঙ্ক http://www.mediafire.com/?irr23tl8grw7bta
ম্যাক অ্যাড্রেস বসানোর নিয়ম অনেকে নাও জানতে পারে।(একটা সময় আমিও জানতাম না।ইউটিউব এর ভিডিও দেখে শিখেছি।)সেক্ষেত্রে টুলবার এর network internet access >>open network and sharing center >>change adapter sattings >>local area connection >>properties >>configure >>advanced>>network address
এখন ডান দিকে যে value টা দেখতে পাচ্ছেন সেটাই ম্যাক অ্যাড্রেস।সেখানে আপনার কাঙ্খিত ম্যাক এড্রেস টি বসিয়ে ওকে করে বের হয়ে আসুন।তারপর আইপি এড্রেস বসানোর জন্য toolbar এর network internet access এ ক্লিক করে open network and sharing center এ ক্লিক করুন তারপর local area connection এর properties থেকে internet protocol version 4 (tcp/ipv4) এ ক্লিক করে properties এ যান।তারপর সেখানে আপনার কাঙ্খিত আইপি বসিয়ে ওকে করে বেরিয়ে আসুন।
এটা আমার করা প্রথম পোস্ট,যদি কোন ভুল ভ্রান্তি থেকে থাকে তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি।আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম ।ভাল থাকবেন । ধন্যবাদ সবাইকে।
“তবুও আপনাদের যদি বুঝতে কোন সমস্যা হয়,তবে নিচের মন্তব্য গুলো দেখতে পারেন।সেখানে আমি অনেকের সমস্যার সমাধান দিতে চেষ্টা করেছি।আপনার সমস্যার সমাধান ও সেখানে থাকতে পারে।আর যদি তা না হয় মন্তব্যে লিখুন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দিতে।”
ভাই username আর পাসস্বরদ হাক করার কোন সিস্টেম নাই নাকি ????????
আর default gateway চায়
আপনি আমাকে ইমেল করে-ও দিতে পারেন , ইমেল অদ্দ্রেস kunjokona @gmail .com
Vai amar DNS IP chay ami ki korbo? PLS HELP ME………
হাহাহাহা
চুরি করতে ভারী মজা যদি না পরি ধরা …………………….
আমার অনেক উপকার হইছে ,জটিল হইছে ভাই, চালিয়ে যান …………
really !! ashole e akta jotil jinis………….
আপনাকে ধন্যবাদ ।
আপনাকে ধন্যবাদ!!
ভাই কাজ হয় আমি ২৫০ kbps কোরে নিছি
খুব ভাল । আমার কষ্ট সার্থক হইছে । ধন্যবাদ ।
আরে বাপরে!!! কত্ত মন্তব্য আমি আর কি করব । দেখেই বুঝলাম অনেক জটিল হয়েছে<<< ধন্যবাদ ।
আপনাকেও ধন্যবাদ।