আসসালামু আলাইকুম, সবাইকে এই রমজান মাসের রহমতে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম গুগল ক্রোমের জন্য একটি মজার টিপস। আপনি যে কোন নির্দিষ্ট সাই্টের ছবি হাইড করতে পারবেন গুগল ক্রোমে। চলুন টিউনে……
- গুগল ক্রোম চালু করুন ও Tools অপশনে ক্লিক করুন। এবার ড্রপ-ডাউন মেনু থেকে Options এ ক্লিক করুন।
- এবার বামপাশের প্যানেলের Under the Hood অপশনে ক্লিক করুন। এবার Content settings বাটনে ক্লিক করুন।
- এবার Images ট্যাব থেকে Manage Exceptions বাটনে ক্লিক করুন।
- এবার উপরের নীল বক্সে আপনার ব্লক করা ওয়েবসাইটের লিংকটি দিন ও ডান পাশের ড্রপ-ডাউন মেনু থেকে Block নির্বাচন করুন।
- এবার আপনার নির্দিষ্ট সাইটে যান। দেখুন উক্ত সাইটের ছবি লোড হচ্ছে না। লোড হবে, যতক্ষণ না আপনি Block উঠিয়ে দিবেন।
আশা করি এখন পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ………
এটাই তো খুজতেছিলাম
টিউনারপেজের ছবি গায়েব করে দিলাম, হে হে হে !
হুম সুন্দর টিপস। কাজে লাগবে।
জানা ছিল, তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ।
Darun tips. Dhonnobad onirbachito vai ke
সুন্দর
nice tricks……