সালাম সবাইকে। কেমন আছেন সবাই? আসা করি সকলেই ভালো আছেন? আজকে নিয়ে আসলাম কিছু বই। সত্যজিৎ রায় এর একটি সিরিজ আছে যার নাম ফালুদা। অসাধারণ এই সিরিজের ভক্ত আছেন অনেক অনেক। তার বই সব হয়ত পড়া হয়নি তবে বেশ অনেক গুলোই আমার পড়া হয়েছে। চমৎকার একজন লেখন তিনি। আজকে সত্যজিৎ রায় স্যার এর ২৫টি বই নিয়ে এসেছি একদম ফ্রী ডাউনলোড করে নিতে পারেন এখুনি। প্রতিটা বই মিডিয়া ফায়ার লিংক এ আপলোড করা আছে, এখুনি ডাউনলোড করে পড়া শুরু করেন।
৮।বোসপুকুরে খুনখারাপি (ফেলুদা)
১৩।ফেলুদার গোয়েন্দাগিরি (ফেলুদা)
১৭।সেরা সত্যজিৎ
ধন্যবাদ
কিন্তু এখানের সব কিন্তু ফেলুদার না, আমি বইগুলো পরেছি, তাই বলতে পারছি, যেমন,
প্রফেসর শঙ্কুর ডায়েরি,
ছিন্নমস্তার অভিশাপ,
তারিণীখুড়োর কিরতিকালাপ,
অপুর প্যাচালি,
গুপী গাইন বাঘা বাইন,
সেরা সত্যজিৎ,
যখন ছোট ছিলাম,
প্রায় সব পরেছি, দারুন কালেকশন !
আমি এখন সবগুলা ডাউনলোড করমু, কোন বাছাবাছি নাই! বই পড়ার মজা পাইয়া গেছি।
ওইইই টিপু bro আপনাকে thnXX না দিয়ে থাকতাম পারলাম নাহহ
জটিল কালেকশন. ধন্যবাদ Tipu Shariar ভাই।
জটিল সব কালেকশন ।
চালিয়ে যান । ধন্যবাদ ।
nice collection
Great..!!! i was looking for those…
আপনার টিউনগুলা সব জটিল জটিল চালায়া যান।
ধন্যবাদ ধন্যবাদ
সুন্দর বই
ফেলুদা অনেক আগে পড়েছি ,
বুদ্ধ দেবের চাপরাশ পড়তে মন চাই ছে
বাহ চমৎকার। আপনার সবগুলো পোস্ট ই খুব ভালো হচ্ছে। চালিয়ে যান এভাবেই। :D আরো বই শেয়ার করবেন আসা করছি। ধন্যবাদ
ধন্যবাদ ।