আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি গুগল+ এর ধারাবাহিক টিউনে। কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ হল Google+ এর ধারাবাহিক পর্বের ১৫তম পর্ব। এই পর্বে আপনাদের জন্য থাকছে কীভাবে গুগল+ এর একাউন্ট মুছে ফেলবেন। চলুন আজকের টিউনে………
- প্রথমে Google+ একাউন্টে লগইন করুন।
- এবার উপরে ডান কোণার gear icon এ। এখান থেকে Google+ settings এ ক্লিক করুন।
- তাহলে “Accounts overview” উইন্ডো খুলবে।
- এখানের নিচের দিকের “Services” এ যান ও Delete profile and social features এ ক্লিক করুন।
- এবারের উইন্ডো থেকে Delete Google+ content রেডিও বাটনে ক্লিক করুন।
- Required বক্সটি চেক করে Remove selected services বাটনে ক্লিক করুন।
সবাইকে আনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন ও পাশের জনকে ভাল রাখবেন। আল্লাহ হাফেজ…………..
জেনে রাখলাম । কখন যে কি প্রয়জন হয় কে জানে , আপনাকে অনেক ধন্যবাদ ।
gd tricks………..
একটাইতো একাউন্ট, সেইটাও মুইছা ফালামু!!! না মুঝমুনা, সংগ্রহে রাখলাম, পরে কাজে লাগবে।
অনির্বাচিত টিউনার ভাইএর একাউন্ট দিয়া এইটা একবার টাই করতে হয় ! দেন দেখি আপনার একাউন্ট, পাস দিতে ভুইলেন না কিন্তু ;)