Latest posts by Zubair33 (see all)
গাজা স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডের একটি গুরুত্বপূর্ণ উপত্যকা। বিগত ছয় বছর ধরে ইসরাইল গাজা অবরোধ করে রেখেছে। ইসরাইল শুধু অবরোধ করেই ক্ষান্ত হয়নি হঠাৎ করে গাজায় হামলা শুরু করেছে। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরাইল আকাশ, স্থল ও নৌপথে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ইসরাইল গাজার বেসরকারি স্থাপনার উপর হামলা চালাচ্ছে। ইসরাইলের এ হামলায় ফিলিস্তিনি শিশুসহ শতাধিক নিহত হয়েছে এবং আহত হয়েছে কয়েকশত। ইসরাইলি হামলার কারণে গাজার সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে পারছেনা। ইসরাইলি এ হামলার ব্যাপারে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদ করা হলেও তা বন্ধ হচ্ছে না। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের অনেক শহরে সাধারণ জনগণ প্রতিবাদ বিক্ষোভ করেছে। তারা অবিলম্বে গাজায় ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। কায়রোতে আরব পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠকে গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানানো হয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তার অজুহাত তুলে ইসরাইলি হামলাকে সমর্থন করে যাচ্ছেন। যা কাম্য নয় বরং অত্যন্ত নিন্দনীয়। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ওবামা গাজায় স্থল হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন ইসরাইলকে।
video link
Plz Click Here