Tj_bijoy
Latest posts by Tj_bijoy (see all)
- হাজার মাইলের যাত্রায় পরীক্ষামূলকভাবে চলা শুরু করল ব্লাডহাউন্ড - 21/11/2017
- নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরুঃ সামাজিক যোগাযোগের নতুন মাধ্যম বিজয়বুক - 03/06/2015
- তারহীন বিদ্যুৎ প্রবাহ - 15/07/2014
বিশ্বের অন্যতম শীর্ষ সেলফোন নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান ভিম্পেলকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জো লুন্ডার আগামী মঙ্গলবার এক দিনের সফরে ঢাকায় আসছেন।
দেশের শীর্ষস্থানীয় দুই সেলফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংকে মালিকানা রয়েছে ভিম্পেলকমের।
জো লুন্ডার সফরকালে মালিকানাধীন এই দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
জো লুন্ডার ২০১১ সালের জুলাইয়ে ভিম্পেলকমের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে যোগ দেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৯ সালে টেলিনর থেকে ভিম্পেলকমে যোগ দেন তিনি। টেলিনরে প্রধান পরিচালন কর্মকর্তাসহ বিভিন্ন পদে কাজ করেছেন জো লুন্ডার।
জো লুন্ডার এটিয়া এএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দুই বছর কাজ করেছেন। এ ছাড়া এফইআরডি, এইবেল গ্রুপ লিমিটেড, ইলোপাক, সুইক্স স্পোর্ট ও প্রোনোভা বায়োফার্মাসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।