Noor Hossain
Latest posts by Noor Hossain (see all)
কম্পিউটারে বাচ্চাদের খেলার জন্য নিয়ে নিন অসাধারণ একটি সফটওয়্যার
এই সফটওয়্যারটিতে বাচ্চাদের জন্য আছে যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি। এছাড়া মেমোরি টেস্টের জন্য একই রকম ছবি মেলানো ও ছবি দেখে তার নাম খুজে বের করা। শব্দের প্রথম অক্ষর খুজে বের করা। কতগুলো ছবি আছে দেখে সেই সংখ্যায় ক্লিক করা। কিবোর্ড মুখস্ত করার জন্য a b c রেইন ও latter রেইন।
Sebran হোম পেজ
উপরের অংশের যোগফল কি হবে সেটা নিচে দেওয়া ৪টি উত্তরের মধ্যে সঠিকটিতে ক্লিক করতে হবে।
উপরের অংশের বিয়োগফল কি হবে সেটা নিচে দেওয়া ৪টি উত্তরের মধ্যে সঠিকটিতে ক্লিক করতে হবে।
সংখ্যা দুইটির যোগফল কি হবে নিচে পড়ার আগে সংখ্যাটি চাপতে হবে।
একই রকম দুইটি ছবি মেলাতে হবে।
a থেকে z পর্যন্ত লেখা এলোমেলোভাবে পড়বে যত দ্রুত সেটি চাপা হবে তত বেশী নম্বর পাওয়া যাবে।
ছবিটির প্রথম অক্ষর নিচের অক্ষরগুণলার মধ্যে ক্লিক করতে হবে।
সফটওয়্যারটি মাত্র ৬০৮ কিলোবাইট
আশা করি আপনাদের ভালো লাগবে।