যুক্তরাষ্ট্রের হিউস্টনের বাসিন্দা মিগুয়েল হ্যানসন এবং ডায়ানা ওয়েসলির বিয়ে পড়িয়েছে একটি কম্পিউটার। দু’জন বিয়ে করার সিদ্ধান্ত নেবার পর চার্চে যাজকের কাছে না গিয়ে বসে পড়েন কম্পিউটারের সামনে। কম্পিউটারটি যাজকের ভূমিকায় এ জুটিকে বিয়ের নির্দেশনা দেয়। ত্রিশজন অতিথির সামনে তাঁরা বলেন, ‘আই ডু।’ খবর সি নেট-এর।
বর মিগুয়েল হ্যানসন একজন ওয়েব ডেভেলপার এবং আইটি কনসালট্যান্ট। সমপ্রতি তিনি বিয়ে পড়াতে যে আচার পালন করতে হয় সেগুলো মিলিয়ে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন। আর কম্পিউটারে সে প্রোগ্রামটি চালু করে নিজেই প্রথম বিয়েটা সেরে নিলেন।
জানা গেছে, হ্যানসনের তৈরি করা এ প্রোগ্রামটির নাম জবা.ইরঃ (রেভডটবিট)। বিয়ের সময় হ্যানসনের বাবা-মাসহ ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। এরকম বিয়েতে সরকারী কোন বাধা না থাকলেও এ দম্পতিকে নাম রেজিস্ট্রির বিষয়টি কিন্তু অবশ্যই পালন করতে হবে।
eita amar frist comment and ajkei frist join.onek din por valo ekta blog peyeci.
িএরেই কয় ডিজিটাল কাজি। হে হে……….
দারুন হা হা হা ……………….
বাংলাদেশ প্রতিদিন এ পরসিলাম।
আরো এটা খবর আছিল i pad 2 এ নাকি T-rex এর হাড় দিয়া বানাইছে মাত্র ২ পিছ।
হা হা হা । বউ ও computer হইলে কেমন হয়! ?
দারুন।
vai program ta niye ashen na biye korbo ami ha ha ha
ডিজিটাল কাজী !!!!!!!!!!!
আর নয় কাজী নিয়ে টানাটানি !!!!!!!!!!!!!!
:D :D
soboi digital…. moja pailam.
ভাবতাছি একটা কাজী অফিস খুলবো, আর কাজী কে হবে তা তো বুজতেই পারছেন ;)
HAAA HAAA
haহা হা
আগে যেন কোথায় পড়েছি!!