Mr.টিউনার ™
Latest posts by Mr.টিউনার ™ (see all)
- বিখ্যাত ব্যক্তিদের আজব কাণ্ড - 08/12/2012
- ইন্টারেষ্টিং ফ্যাক্ট (শেষ পর্ব) - 08/12/2012
- সাহারা মরুভূমির জানা-অজানা - 08/12/2012
মার্ক জাকারবার্গ
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জানাবো মার্ক জাকারবার্গ
স্ম্পর্কে তো শুরু করা যাক ।
@ 2012-11-17T11:31:50+00:00
মার্ক জাকারবার্গ (ইংরেজিঃ Mark Elliot Zuckerberg) (জন্মঃ ১৪ মে, ১৯৮৪) একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ। যার আসল পরিচিতি হল জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি বর্তমানে ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট। জাকারবার্গ এবং তার কয়েকজন সহপাঠী মিলে ২০০৪ সালে এটিকে একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন যখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মাত্র ২৬ বছর বয়সেই জাকারবার্গ টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন।[৫]
ব্যক্তিগত জীবন
১৯৮৪ সালের নিউইর্য়কের হোয়াইট প্লেইন এলাকাতে মনোচিকিৎসক ক্যারেন ও ডেন্টিষ্ট এডওয়ার্ড জাকারবার্গের ঘরে জন্ম নেন মার্ক জাকারবার্গ।
ফেইসবুক প্রতিষ্ঠা
২০০৪ সালে হার্ভার্ডে পড়ার সময় বন্ধুদের সাথে মিলে প্রতিষ্ঠা করেন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক ডট কম।
সম্মাননা
২০১০ সালে ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে মার্ক জাকারবার্গ বিশ্বের সর্বাধিক পঠিত সাপ্তাহিকটাইম ম্যাগাজিন কর্তৃক তাদের প্রচ্ছদে ঠাঁই করে নেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন ঐ বছর তাকে পারসন অব দ্য ইয়ার হিসেবে মনোনীত করেছিল।[৬]
সুত্রঃ ইন্টারনেট
nijer vol sikar korar jonno thanks.
কোন স্কুলে পর তুমি?পোস্টটি বিস্তারিত এবং বড় করে দিলে ভালো হতো। For the first time you’ve disappointed me. ট্যাগ গুলা তো ভারি অদ্ভুত!
sorry
আমি মনিপুর হাই স্কুল এন্ড কলেজে পড়ি
এইটা কি কোনো পোষ্ট হল ? যা তথ্য দিছেন এইটা এখন ক্লাস 6-7 এর বাচ্চাও জানে ।
আমি জানতাম না
Mr.টিউনার ভাই এই সব কি। এগুলাকে কি আপনি পোস্ট বলেন নাকি? এই রকম ব্যাক্তির নামে এই পোস্ট শোভা পায় না।
দুঃখিত
ভাই, এইরকম আর কত পোস্ট করে যাবেন? এইটা একটা নিম্নমানের পোস্ট বলতে হয়।
ট্যাগ দিয়েছেনঃ দঘগ, দস, দস।ফফ
!!!!!
তাড়াতাড়ি করে দিয়ে দিসি দঘগ, দস, দস।ফফ