আসসালামু আলাইকুম, সবাই্কে আমার আজকের টিউনে স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্রঅহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। যাক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম হ্যাকিংয়ের একটি টিউটোরিয়াল নিয়ে। আজ রিমোট Rat এটাক্ট হ্যাকিং এর মাধ্যমে কিভাবে আরেকজনের পিসি হ্যাকিং করবেন তাই আজ দেখাব। আশা করি সবার ভাল লাগবে।
Hacking is not a crime. হ্যাকিং শুধু শিখার জন্য, কারও ক্ষতির জন্য নয়। তাই কেউ হ্যাকিংয়ের মাধ্যমে কারও ক্ষতি করবেন না।
- প্রথমেই এখান খেকে ডাউনলোড করে নিন এটিDownload Darkcomet Rat Click Here
- এবার এখান থেকে এটি ডাউনলোড করে নিন 2nd Download Duc Ip clint from No-ip.com
- এবার http://www.no-ip.com/এখানে গিয়ে একটা একাউন্ট খুলে নিন।
- আপনার একাউন্ট তৈরি হয়ে গেলে এবার সাইন ইন করুন।
- 3 : আপনার host name নির্বাচন করুন।
- 4 : আপনার ip address
- 5 : host তৈরি করুন।
- এবার DUC ডাউনলোড করে নিন। এজন্য এখানে যানhttp://www.no-ip.com/downloads.php
- এবার এটি ইন্সটল করে DUC client চালু করুন।
- এবার DarkComet টি ডাউনলোড করে নিন। এজন্য here এ ক্লিক করুন।
- এবার ইন্সটল করুন ও DarkComet client চালূ করুন।
- এবার আমরা সার্ভার তৈরি করব। এজন্যEdit Server => Server Module এ যান।
- এবার কয়েকবার Generate এ ক্লিক করুন।
- 1 : no-ip host name টি এখানে দিন।
- 2 : আপনার port টি নির্বাচন করুন।
- 3 : Network টেষ্ট করুন।
- 4 : আপনার configuration গুলো যুক্ত করুন।
- 5 : এই সবগুলো সেট করতে আপনার host এ ক্লিক করুন।
- এবার আপনার পোর্ট খোলা আছে কিনা তা চেক করে নিন। এজন্য এ here ক্লিক করুন।
- এবারের ধাপে আপনার ইচ্ছা মতো পচন্দ করুন। না পারলে নিচের মতো করে করুন।
- পরের ধাপটি হবে নিচের মতো করে।
- যদি আপনার কীলগার প্রয়োজন হয়, তাহলে এটি সিলেক্ট করুন।
- এবার সার্ভার তৈরি করবেন।
- এবার আপনার vics দেখুন ও +listen এ ক্লিক করে আপনার পোর্টটি শুনুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকেবন, আল্লাহ হাফেজ……………….
ভাই আমার পোর্ট closed দেখায় … কি করব ?
আমি zoom ultra মডেম use করি … please help me
Cyber gate অনেক বেশী কার্যকরী না ? dark comet FUD না !
বন্ধু, খুবই ভালো টিউন………… কাজের টিউন……….. আপনার এইরকম টিউন শেয়ার করলেন তাই আপনাকে ধন্নবাদ জানাই……….
ছবিগুলো দেখা যাচ্ছে না …..একটু টিক করা দিন
দুঃখিত আি কিছুই দেখিনি লিখা ছাড়া । । ধন্যবাদ
আমার একটু একটু সাহস বারছে মনে হয়
আরে আপনি যদি চোর হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে চোরে চুরি করে। ফলে আপনার চোর ধরতে সহজ হবে। কিছু মনে করবেন না চোর বলায়। সাহস রাখেন কিছুই হবে না। ধন্যবাদ
চরম পোসট ।
কঠিন জিনিস দেখার অপেক্ষায় থাকলাম ।:D
চালিয়ে যান ব্রাদার। আছি আপনার সাথে।
সাবাস! আপনার উৎসাহ পেলে টিউন করতে মজা লাগে। কালকেন জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আপনাদের কঠিন জিনিস দেখাব। :D
ওটার জন্য আমি কখন ধরে বসে আছি অনির্বাচিত টিউনার ভাই।
apner post manyai amar kasa jotil
no-ip use korle ki net speed kom hoi naki??? jante chai……
বাহবা বাহবা বেশ । অনেক সুন্দর করে টিউনটা সাজানো হয়েছে খুব ভালো লাহল।
যাই হোক হ্যাকিং ক্লাশ অনেক মজার ক্লাশ :D :D :D
আপনার সব পোস্টই ভালো লাগে…ক্যান কন তো?
আপনিই ভাল জানেন। তবে আমার যেটুকু ধারণা আমার টিউনগুলো বেশি ভাল হয় না বিধায় আপনারা আমাকে খোঁচা দিচ্ছেন :P
হা হা হা
ফাটাফাটি ! আমিও হ্যাকার হইতেছি তাহলে ;)
অসাধারণ হইছে ।ধন্যবাদ এত সুন্দর করে দেখানোর জন্য ।
সুন্দর করে দেখানোর জন্য অনেক ধন্যবাদ।