শেষ প্রহরের দিকে লেখা এই পোস্ট ।এখন রাত পৃথিবী ঘুমাইনি পৃথিবীর সকল মানুষও ঘুমাইনি ।রাতের আকাশ দেখতে ভাল লাগেনা এমন মানুষ খুঁজে পাওয়া ভার ।আকাশে ঘুড়ি দেখেনি এমন মানুষ খুব কম আছে আপনার কি ঘুড়ি আঁকতে ইচ্ছে করছে ?
আচ্ছা কে হতে চায় কোটিপতির মত কোন এক হট সিটে প্রশ্ন করা হয় কে সর্ব প্রথম ঘুড়ি আবিষ্কার করেছে ?
কত জন পারবে সঠিক উত্তর দিতে ?কিন্তু যারা ফ্ল্যাশ ব্যাবহার করে তারা সহজে একটি ঘুড়ি এঁকে উড়াতে পারে ?
চলুন একটি ঘুড়ি আঁকার চেষ্টা করি এভাবে-
১। Rectengle টুলস এ ক্লিক করুন ।শিফট চেপে ধরে একটি বর্গক্ষেত্র আঁকুন ।শিফট ধরে ড্রাগ করার কারনে এটি স্কোয়ার হবে ।
২। এররও টুলে ক্লিক করুন ।এবার আপনার বর্গক্ষেত্রের উপর ডাবল ক্লিক দিন বা ড্র্যাগ করে একটি সিলেকশন আঁকুন ।
৩। ফ্রী ট্রান্সমিশন সিলেক্ট করুন ।সিলেক্ট করা বক্সের কাছে মাউস পয়েন্টার নিয়ে আসুন ।শিফট চেপে ধরে ৪৫ ডিগ্রীতে রোটেত করুন ।
৪। লাইন টুল দিয়ে + আঁকুন যথারীতি শিফট প্রেস করে ।ভারটিক্যাল লাইন টির কাছে মাউস পয়েন্টার নিয়ে আসুন ।একটি অর্ধ গোলাকৃতি চিনহ দেখতে পাবেন ।ক্লিক করে মাউস পয়েন্টারটি উপর দিকে উঠান যতক্ষণ না একটি ঘুড়ির মত হয় ।
৫। এবার আবার একটি ছোট বর্গক্ষেত্র এঁকে ঘুড়ির নীচের অংশে সংযুক্ত করুন । আপনি ইচ্ছে করলে লেজূর এঁকে সংযুক্ত করতে পারেন ।
৬। এবার পেন বাকেট টুল সিলেক্ট করুন ।অতপর ফিল কালার বক্স এ ক্লিক করুন পছন্দ মত কালার বা গ্র্যাডিয়েন্ট কালারে ক্লিক করে আপনার ঘুড়ির ভিতরে ক্লিক করুন ।গ্র্যাডিয়েন্ট কালার মডিফায় করার পদ্ধতি পরবর্তী পোস্ট গুলতে পেয়ে যাবেন ।
ছবিটি দেখুন
কি ???? কেমন মজা ????
একা একা বিভিন্ন ডিজাইন করতে চেষ্টা করুন । একবার ভাবুন আপনি কিন্তু তীর-ধনুক ,লাঙ্গল , টি ভি ,টেবিল চেয়ার ,টব সহ ফুল গাছ বিভিন্ন দৃশ্য ইত্যাদি আঁকার পথ পেয়ে গেছেন সাথে বেশ কিছু টুলস এর কাজের সচ্ছ ধারণা পেলেন ।সামনে আরও পাবেন ।শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন ৩০ টি রোজা রাখতে পারি ?
আমি কি ভুল বলছি ?
দারুন টিউটোরিয়াল। ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ
ছবি কই? ছবি গুলো আপডেট করে দেন। নতুবা সবই রৃথা…..
ছবি দিয়ে শুরু করব আবার ভাল থাকবেন ?
চমৎকার টিউটোরিয়াল !
মাস্টার দের কাছে আমার কিছু প্রশ্ন। উত্তর দিবেন প্লিজ।
আপনার কেও ভএস চ্যাট রুম এর কথা সুনেছেন?
আই চ্যাট রুম গুলার কাজ গুলা কি মাক্রোমিডিয়া ফ্ল্যাশ দিয়ে করা যাই?
যেমনঃ রুম এর এডিট এর কাজ,রুম এর এমটিইকন , নাম ইত্যাদি………
আমাকে জানাবেন প্লিজ
যাবে !
ভাইয়া ভএস চ্যাট রুম এর যেসব কাজ আসে এগুলা আমার শিখা দরকার ।
আপনি কি হেল্প করতে পারবেন?
আপনি কি কোন ভএস চ্যাট রুম দেখছেন……দেখলে হইত কাজ টা কি বুজতে পারতেন……ভাইয়া প্লিজ রিপ্লে দিবেন
আপনার পছন্দের দু একটি চ্যাট রুমের লিংক দিন দেখি …………।
আপনার পছন্দের দু একটি চ্যাট রুমের লিংক দিন দেখি …………।
একটি কথা আপনাকে অথ রিং এর জন্য ডিরেক্টর ও কিছু প্রগ্রামিইং জানতে হবে । গ্রাফিক্স এর কাজ ও জানতে হবে ।
ছবি সংযুক্ত করতে সম্যসাই ভুগছি
আমি নিউ পোস্ট করার সময় এইচটিএমএল এবং প্রদর্শন দেখতে পাচ্ছিনা তাই ছবি সংযুক্ত করতে সম্যসাই ভুগছি ।আজ কিছু ছবি সংযুক্তর চেষ্টা করেছিলাম ।আপলোড করা আছে শো করাতে পারছিনা তো
আপনি কি মোবাইল দিয়ে টিউন করেন ?
এখন সমস্যা হবেনা ছবি পোস্ট করতে
দারুন ।ভাই প্রতিটি স্টেপে যদি ছবি দিয়ে বোঝাতেন তাহলে আরো ভাল হত ।
ছবি দিয়ে শুরু করব .
আপনার এইচটিএমএল চালিয়ে যান তাহলে একশন স্ক্রিপ্ট এর কাজ গুল সবায় সহজে বুস্তে পারবে আনন্দের সাথে ফ্লাশে কাজ করতে পারবে ।
চালিয়ে যান ব্রাদার । ।
আপনারা পাশে থাকলে যেতে পারব অনেকটা পথ ।