আগের পর্বেই আপনাদের বলা উচিত ছিল ।মাক্রোমিডিয়া ফ্ল্যাশ MX 2004 & 6 নিয়ে টিউন করছি ফ্লাশের হেল্প মেনু ব্যবহার করে আপনি অনেক সমস্যার সমাধান পেতে পারেন ।এবং যারা ফ্ল্যাশ ৮ ব্যবহার করছেন তারা হটস নিউ থেকে জেনে নিন কি কি নতুন সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে । আমি নতুন ভার্সন গুলো নিয়েও আলোচনা করব ।
কেমন লাগছে ফ্লাশে কাজ করতে ?
ভাল কিন্তু বিরক্ত লাগছে ।ঠিক মত ড্রাগ করতে পারিনা মনে করুন একটি অভেল ড্রাগ করছি তো … সম্পূর্ণ ড্রাগ হচ্ছেনা । একটি অভেল এর সাথে লেগে থাকা আরেকটি অভেল মুভ করার সময় পূর্বের অভেল এর কিছু অংশ কেটে যাচ্ছে ।একটি বক্র রেখা অঙ্কন করছি তো সরল রেখা হয়ে যাছে ।প্রয়োজন মত মুছে ফেলা যাচ্ছে না ।ইত্যাদি ইত্যাদি তবে Sub select Tool দিয়ে ইচ্ছে মত ডিজাইন করতে ভাল লাগছে ।
বিশ্বাস করুন আজকে জেগুল আপনি সমস্যা মনে করছেন কিছুদিন পড়ে আপনার মনে হবে এগুল কোন সম্যসা নয় ফ্ল্যাশ এর লুকোচুরি খেলা মাত্র ।আমি মাত্র একটি ছোট গল্প বলেই কাজ শুরু করব ।
নেপালের দুই বন্ধু একজন কোটিপতির একজন গরীব এক কৃষকের ছেলে হিমালয়ে আহরন এর পরিকল্পনা করে কিন্তু ধনীর দুলাল হেলিকপ্টর এর সহযোগিতাই ১০ মিনিটেই শেষ চূড়াই পোঁছে গেল আর কৃষকের ছেলে কয়েক দিন পরিশ্রম করে শেষ চূড়াই পোঁছিল । স্কুল এর বাংলা শিক্ষক তাদের হিমালয় আহরনের অভিজ্ঞতা নিয়ে গল্প লিখতে বলল ।কিন্তু মজার বিষয় হল ধনীর দুলাল একটি ছোট গল্প লিখতে পারলনা আর কৃষকের ছেলে একটি উপন্যাস লিখে বলে আমি ভয়ে ভয়ে ছোট করে লিখেছি আমার বুকের ভিতরে জমা আরও অনেক কথা আছে ।
আপনারা তো চেষ্টা করলেন সুন্দর সুন্দর প্রজেক্ট করে ফেলেছেন হয়ত ? অনেকে হয়ত পারেননি যারা পারেননি আমার সাথে সাথে চেষ্টা করুন ।যারা পেরেছেন তারা ও এক বার চোখ বুলিয়ে নিন ।কারন ছোট ছোট টিপস পেয়ে যেতে পারেন ?
আজকের বিষয় ড্রয়িং –
ফ্লাশে ড্রয়িং এর কিছু টেকনিক তুলে ধরব ।সুন্দর ড্রইং করতে হলে আপনাকে অনেক ধরজ্য ধরতে হবে ,কালার সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে ইত্যাদি ।
একটি গাছের ছবি আঁকুন এভাবে –
পেন্সিল টুল সিলেক্ট করুন ।টুল বক্স এর ভিতরে নিচের দিকে অপশন দেখুন একটি আঁকাবাঁকা আইকন বা ড্রয়িং মুড দেখা যাচ্ছে ।এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে Straighten ,Smooth ,Ink দেখতে পাবেন ।
Straighten মুড- আপনি সহজে সরল রেখা ,বিত্ত ইত্যাদি জ্যামিতিক শেপ আঁকার সময় একটু আঁকা বাঁকা হলেও ঠিক করে নিতে সক্ষম Straighten মুড।
Smooth – পেন্সিলের দাগ গুলর বাঁকা অংশ মসৃন করার কাজে ব্যবহার করা জাই ।
Ink – ইচ্ছে মত আঁকাবাঁকা ও ফ্রী হ্যান্ড লাইন আঁকতে পারবেন ।
আমি Smooth – দিয়ে শেকড় থেকে কিছুটা উপর পর্যন্ত এঁকেছি তার পর বট গাছের মত আঁকাবাঁকা রেখাটি Ink ব্যবহার করেছি । আপনার মনের মত করে অন্যান ছবি আঁকতে চেষ্টা করুন । Straighten ,Smooth ,Ink এর কাজগুল ভাল ভাবে বুঝে নিতে চেষ্টা করুন ।
আজ এ পর্যন্ত ভাল থাকবেন ।
flash shikhar onek sokh
সুন্দর হচ্ছে ভাই।
জানাব ?
নিউ পোস্ট এর সময় এইচটিএমএল শো করছেনা ।চোখ বন্ধ করে ছবি সংযুক্ত করেছি ।
প্রদ্রশিত না হলে এডমিন কে জানাতে হবে ?
html তো কাজ করে, আমি টেস্ট করে দেখেছি, আপনি বরং এডমিনদের জানান, সেটাই ভালো হবে !