অনেকদিন পর আবার লিখতে বসলাম। সামনে হয়ত কয়েক মাস থাকবই না। কয়েকদিন পরেই পরীক্ষা। যাই হোক আজ আপনাদের দেখাতে এসেছি কিভাবে অপেরা মোবাইল ব্রাউজারের সেভপেজ গুলো অন্য মোবাইলে ব্যবহার করবেন। সাধারণত আমারা যারা জাভা মোবাইল ব্যবহার করি, তার মধ্যে Opera Mini মোবাইল ব্রাউজার টি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। জাভা মোবাইলে Opera Mini দিয়ে কোন ওয়েবপেজ সেভ করতে গেলে নির্দিষ্ট একটি ফোল্ডার দেখিয়ে দিয়ে পৃষ্ঠা গুলো সংরক্ষণ করে রাখতে পারি। কিন্তু Symbian মোবাইল বাবহারকারীদের এ জায়গায় একটু বিপাকে পরতে হয়। মোবাইল পাল্টানোর সময় সংরক্ষিত পৃষ্ঠা গুলো কিভাবে ফিরে পেতে হয় তা হয়ত অনেকের অজানা। তো আসুন দেখি কিভাবে পৃষ্ঠা গুলো ফিরিয়ে আনতে হয় তা দেখি……..
প্রথমে আপনার Opera Mini টি যেখানে ইন্সটল করেছেন Xplore অথবা File explore এর সাহায্যে ওই ফোল্ডারটিতে যান। এর পর নিচের ছবির মত ব্রাউস করে ছবিতে দেখানো ফোল্ডারটিতে যান। System> Apps > Opeamini_200354D0 এখানে গেলে savepages নামে একটি ফোল্ডার দেখতে পাবেন।
এরপর ফোল্ডারটি Copy অথবা Move করে অন্য ফোল্ডারে নিয়ে যান। এখন ফোল্ডার টি নতুন মোবাইলের একই ফোল্ডারে গিয়ে Xplore বা File xplore এর মাধ্যমে Paste করে ব্যবহার করতে থাকুন। আজ এ পর্যন্তই, সকলে ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোআ করবেন।
ভাল লাগলে আমার নতুন সাইট টি থেকে একবার ঘুরে আসবেন……………………..
Its doesn’t work