Latest posts by jakir (see all)
- ব্লগিং করুন পুরষ্কার জিতুন-টেক ব্লগিং কন্টেস্ট ২০১১ - 31/07/2011
প্রযুক্তির ব্লগ টেকটুইটস এবং ইনক্রিডিবল ল্যাব যৌথ উদ্দেগে আয়োজন করছে “টেক ব্লগিং কন্টেষ্ট ২০১১” গত ফ্রেব্রুয়ারি মাসে উন্মুক্ত প্রযুক্তি বিষয়ক কমিউনিটি ব্লগ টেকটুইটস অল্প কয়েক দিনের মধ্যেই সবার প্রিয় একটা ব্লগিং প্লাটফরমে পরিনত হয়েছে। আর এর সব টুকু সম্ভব হয়েছে প্রযুক্তি ব্লগাররা। এ ব্লগারদের জন্যই আয়োজন হচ্ছে টেক ব্লগিং কন্টেস্ট। একমাস ব্যপী চলবে এ কন্টেষ্ট। এক মাসের মধ্যে ব্লগারদের লেখার সংখ্যা এবং মান বিবেচনা করে নির্নয় করা হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীদের। মোট পুরষ্কার পাবেন পাঁচজন বিজয়ী। আর এ বিজয়ী পাঁচ জন ব্লগারের জন্য থাকছে আকর্ষনীয় পুরষ্কার ও একটি করে সার্টিফিকেট । আপনি ও হতে পারেন এ পাঁচ জন ভাগ্যবানদের একজন। তার জন্য আপনাকে লিখতে হবে প্রযুক্তি বিষয়ক যেকোন লেখা।
বিজয়ীদের জন্য থাকছেঃ
- প্রথম পুরষ্কারঃ একটি ডোমেইন ও একটি 50GB মাসিক ব্যান্ডউথ সহ 5GB হোস্টিং
- দ্বিতীয় পুরষ্কারঃ 30GB মাসিক ব্যান্ডউথ সহ 3GB হোস্টিং
- তৃতীয় পুরষ্কারঃ 20GB মাসিক ব্যান্ডউথ সহ 2GB হোস্টিং
- চতুর্থ পুরষ্কারঃ একটি ওয়াটার প্রুপ কীবোর্ড
- পঞ্ছম পুরষ্কারঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বই
সব গুলো পুরষ্কারের সাথে থাকছে একটি করে সার্টিফিকেট।
আগামি ০১-০৮-১১ থেকে ৩১-০৮-১১ পর্যন্ত লেখা গুলোর উপর ভিত্তি করে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে।
বিজয়ী হওয়ার জন্য আপনাকে নিচের নিয়ম গুলো স্মরন রাখতে হবে।
লেখা গুলো প্রযুক্তি বিষয়ক হতে হবে।
- কপিপেস্ট সম্পূর্ন নিষেধ।
- লেখকের নিজের সাইট ছাড়া অন্য কোন কমিউনিটি ব্লগে প্রকাশ হয়েছে এমন কোন কন্টেন্ট পুরষ্কারের জন্য মননীত হবে না।
- টেকটুইটসের বিভাগ গুলোর মধ্যে যেকোন লেখা পুরষ্কারের জন্য মননীত হবে। এ ক্ষেত্রে সকল বিভাগ সমান মান বহন করে।
প্রত্যেক ব্লগারের টুইট সংখ্যার পাশা পাশি লেখার মান, লেখার ধরন, লেখায় পাঠকের ফীডব্যাক ইত্যাদি বিবেচনায় আনা হবে। কন্টেন্টের সাইজ বড় ছোট না দেখে লেখার মান বিবেচনা করা হবে।
পুরষ্কার আগামী মাসের ছয় (৬-৯-১১) তারিখে ঘোষনা করা হবে।
কন্টেস্ট সম্পর্কে আপনার কোন প্রশ্ন অথবা কো কিছু জানতে চাইলে যোগাযোগ বাটনে ক্লিক করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
Our Prize Sponsor: IncredibleLab
কন্টেস্টে অংশ গ্রহন করার জন্য ভিজিট করুন http://techtweets.com.bd/ এবং লিখতে থাকুন প্রযুক্তির উপর ব্লগ। ধন্যবাদ সবাইকে।
জাকির ভাই আপনাকের টিউনার পেজে দেখে খুবই ভাল লাগল।
এত পুরষ্কার এর ছড়াছড়ি কেন।
jakir ভাই তো লোভ লাগাইয়া দিল। :-P
টিউনারপেজে স্বাগতম জাকির ভাই । ctrl c + ctrl v চাপলাম কীবোর্ড থেকে :P
দারুন অফার তো, বেশ লোভ লাগছে !
হা হা হা।
টিউনারপেজে স্বাগতম জাকির ভাই ।