আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার । বাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই আসলে টিউনারপেজের যাত্রা শুরু । ইতিমধ্যে ব্লগটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা ব্লগে পরিণীত হয়েছে আপনাদের সকলের ভালবাসায়। আমরা আসলেই চাচ্ছি একটি সাইট দিয়ে টেকনোলজি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া যাক। ১ম আগস্ট রাত ১২টার পর থেকে টিউনারপেজ ব্লগে পোস্ট করা সকল পোস্ট এই আয়োজনের আয়তাভুক্ত।
আমাদের নতুন আয়োজন রমজানের পুরো মাসজুড়ে থাকছে একটি প্রতিযোগিতা ।প্রথম ৫জন ব্লাগার এবং প্রথম ৫জন মন্তব্যকারী পাবে টিউনারপেজের পক্ষ থেকে উপহার
আমাদের এই আয়োজনে অংশগ্রহনের নিয়মকানুন :-
|
উপহার বিষয়ীয় :-
যার পোস্ট সর্বাধিক হবে তার পোস্টে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে মন্তব্য করে মোবাইল নম্বর চাওয়া হবে ।শুধু মাত্র বাংলাদেশের মুঠোফোন নম্বরেই তা পাঠান হবে ।তারপর চাঁদরাতে বিকাল পাঁচটার আগেই ফ্লেক্সি পাঠিয়ে দেওয়া হবে । মুঠোফোন বন্ধ থাকলে টাকা কোন ভাবে না পেলে অবশ্যই রাত ১০টার মাঝে জানাতে হবে আমাদের হেল্প লাইনে ।অন্যথায় কোন সমস্যার জন্য টিউনারপেজ দায়ি থাকবে না ।
আমার মন্তব্যগুল দুই ভাগে বিভক্ত হইয়েছে দেখতে খুব খারাপ লাগছে । দয়া করে একটি মুছে দিন ।মন্তব্য মুছে যাবার জন্য আমি কিছু মনে করবনা ।
উদ্দ্যোগটা চমৎকার!!!!!!
আর আমি কিনা আজকে খেয়াল করলাম । :-(
সমস্যা নাই, এখনো সুযোগ আছে !
তারা তারি করেন না হলে শেষ হয়ে যাবে!
হেব্বি তো
খুজবার পারমু না
পিপি
আমার টা পাঠাই দিয়েন আর অলস বলে কথা তেমন প্রতিদান দিতে পারব না।