<blockquote>pendrive- এ ঢুকে hidden file শো করুন (Tools-> Folder option-> view-> show hidden files and folder-> apply-> ok)। Autorun.inf ফাইল ডিলিট করুন। পেনড্রাইভ সার্চ করেও Autorun.inf সনাক্ত করে ডিলিট করতে পারেন। এক্ষেত্রে সার্চ অপশনে all files and folder ক্লিক করে নিচে more advance options- এর Search hidden files and folders- ঠিক চিহ্ন দেওয়া আছে নিশ্চিত হোন । ভাইরাসের কারনে অনেক সময় Autorun.inf ফাইল পেনড্রাইভে চলে আসতে পারে। তাই এন্টিভাইরাস সফটওয়ার ব্যবহার করুন। Explorer করে পেনড্রাইভে ঢুকা নিরাপদ।
সুন্দর! :)
আপনার পোস্টটি ভাল হয়েছে। যেকোন ফরমাটের ভিডিও থেকে কোন নির্দিস্ট অংশ বা গান কাটতে চাইলে কোন সফটওয়্যার বা ভিডিও প্লেয়ার দরকার। আশা করি কেও জানাবেন। আমি প্রিওতে যে পোস্টগুলো রেখেছি সেগুলো দেখব কিভাবে?
আপনাকে ধন্যবাদ। পেনড্রাইভ ফরম্যাট করলেও কিন্তু হয়।
ধন্যবাদ।