বিমান আকাশে উড়বে এবার পাখা ঝাপটে
২ জুলাই গ্লাসগোতে অনুষ্ঠিত সোসাইটি অব এক্সপেরিমেন্টাল বায়োলজির বার্ষিক সভায় তথ্য জানানো হয়েছে , পাখি যেভাবে ডানা ঝাপটে দ্রুত উড়ে চলে, ঠিক তেমনি পাখা ঝাপটে ছোট আকারের বিমানও আকাশে উড়বে। সম্প্রতি জার্মানির প্রকৌশলীরা পাখির অনুকরণে মাইক্রো এয়ার ভেহিকল (এমএভি) নামের ক্ষুদে একটি বিমান তৈরি করেছেন। গবেষকদের দাবি, নতুন এই ক্ষুদে বিমানটি পাখির মতো ডানা ঝাপটে অনেক বেশি দূরত্ব অতিক্রম করবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, জার্মানির বায়োমিমেটিক্স-ইনোভেশন-সেন্টারের প্রকৌশলীরা পাখির মতো দেখতে এই বিমানটির নকশা করেছেন। বিমানটি দুটি ডানার সাহায্যে ধীরে ধীরে বা দ্রুতগতিতে যেমন উড়তে পারবে, তেমনি পাখা মেলে স্থির হয়েও থাকতে পারবে। ক্যামেরা ব্যবহার করে কোনো বস্তুর ছবিও তুলতে বিমানটি ব্যবহার করা যাবে। গবেষকরা জানিয়েছেন, এর শক্তি খরচ হবে কম অথচ দক্ষতা হবে বেশি।
কম্পিউটারে গাছ জন্মাবে
ইসরায়েল-এর ওমর ডইচ নামক এক নকশাবিদ পরিবেশবান্ধব কম্পিউটার তৈরিতে ‘সেকেন্ডারি গ্রোথ’ নামের অর্গানিক কম্পিউটার তৈরির ধারণা দিয়েছেন ।তিনি কম্পিউটারের এমন একটি নকশা তৈরি করছেন যাতে কম্পিউটারে গাছ জন্মাবে, তা বড়ো হয়ে উঠবে এবং তাতে ফুলও ফুটবে। জানা গেছে, নতুন এ কম্পিউটারে মাটি এবং পানি ব্যবহার করে শীতলীকরণের কাজটি করা হবে। আর এ মাটি পানির সাহায্যেই জন্মানো যাবে লতাগুল্মও। হার্ডড্রাইভের অতিরিক্ত তাপও শোষণ করে নেবে প্রাকৃতিক এ উপাদানগুলো। আর পুরো কম্পিউটারটি গাছের টব হিসেবেও ব্যবহার করা যাবে।জানা গেছে, সেকেন্ডারি গ্রোথ কম্পিউটার তৈরির কাজ এখনও নকশা পর্যায়েই রয়েছে।
প্রযুক্তি জগতের তৃতীয় ধনী জুকারবার্গ
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ গুগলের প্রতিষ্ঠাতা সার্জি ব্রেইন ও ল্যারি পেজকে পেছনে ফেলে দিয়েছে। অর্জন করেছেন প্রযুক্তি জগতের তৃতীয় সেরা ধনীর মুকুট। বর্তমানে জুকারবার্গ সম্পদের পরিমাণ ১৮ বিলিয়ন ডলার।
আর ব্রেইন ও পেজের সম্পদের পরিমাণ গত মার্চে ১৯ দশমিক ৮ বিলিয়ন ডলার থেকে কমে ১৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়। টাইম সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহে জিএসভি ক্যাপিটাল করপোরেশন ফেসবুকের দুই লাখ ২৫ হাজার শেয়ার কিনেছে। প্রতিটি শেয়ারের মূল্য ছিল ২৯ দশমিক ২৮ ডলার। এই হিসাবের সঙ্গে প্রিমিয়াম হিসাব করে ফেসবুকের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ বিলিয়ন ডলার।
বলা হচ্ছে, নতুন এই বিনিয়োগের কারণেই জুকারবাগের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যদিও এ বছরের প্রথম দিকে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। প্রযুক্তি জগতের সবচেয়ে ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সম্পদের পরিমাণ ৫৬ বিলিয়ন ডলার। আর দ্বিতীয় স্থানে থাকা ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সম্পদের পরিমাণ ৩৯ দশমিক ৫ বিলিয়ন ডলার।
২০১৩ সালের মধ্যে মহাকাশ উপগ্রহ উৎক্ষেপন করবে বাংলাদেশ
২০১৩ সালের মধ্যে মহাকাশে উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপন করবে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ স্পেস রিসার্চ এন্ড রিমোট সেনসিং অর্গানাইজেশন (স্পারসো) ও এশিয়া প্যাসিফিক স্পেস কর্পোরেশন অর্গাইনাইজেশন (এ্যাপসকপ) যৌথভাবে কাজ করছে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী গত ২৮ জুন স্পারসো মিলনায়তনে ‘মহাকাশ প্রযুক্তি প্রয়োগ’ শীর্ষক দুদিনের এক সেমিনারে এ তথ্য জানিয়ে বলেন, এক্ষেত্রে সরকার তার সীমিত সম্পদের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। আমাদের উপগ্রহ মহাকাশ দখল করার জন্য নয়, আমরা জনগণের কল্যাণে মহাকাশ প্রযুক্তি ব্যবহার করবো- এ কথা উল্লেখ করে মন্ত্রী মহাকাশ উপগ্রহ প্রকল্পে সহায়তা দিতে অনীহার জন্য দাতাদের সমালোচনা করেন।
স্পারসোর চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, আমরা স্পারসোর কারিগরি সহায়তায় দুটি উপগ্রহ উৎক্ষেপনের চেষ্টা করছি। একটি উচ্চমানের ছবি এবং অপরটি হবে যোগাযোগের জন্য।
সুত্র-ইউকে বিডি নিউজ। ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
ভাই নিচের খবর টা কেমন জানি লাগে যদিও ২০১৩ সাল বলা হয়েছে আবার যদি ২১১৩ সাল পার হয়ে যায় সেই চিন্তা করি । কারন এটা বাংলাদেশ যদি বলে ১ ঘণ্টা পরে হবে তাহলে ১ মাস পার হয়ে যায় । হাহাহাহাআহহাহাহাহাহ
রাইট। আপনাকে খুজছে বাংলাদেশ। ওটা আমার ও কথা হা হা হা।
১লিখেছিলাম আগে । ২,৩ পড়েছিলাম আগে । সমষ্টি করার জন্য ধন্যবাদ ।
আপনাকেও ধন্যবাদ।