আমসসালামু আলাইকুম,
আমরা বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স। ঈদের দিন সম্মিলিতভাবে ইসরাইলের ৫৪টি ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে আমরা নিজেদের তথ্য প্রচার করেছি । ঈদুল আজহা উপলক্ষে পরিচালিত এই আক্রমণ উৎসর্গ করা হয়েছে ফিলিস্তিন জনগণের উদ্দেশে। সফটপিডিয়া ডট কম এ এই খবর প্রকাশিত হয়েছে।
নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি আমাদের মেসেজ ছিলঃ
“ঈদ মোবারক জানাচ্ছি ফিলিস্তিন জনগণকে। বাংলাদেশে ঈদ পালিত হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের গ্রে হ্যাট হ্যাকাররা আনন্দ করে সময় নষ্ট করছি না। আমরা কিছু ওয়েবসাইট হ্যাক করে তোমাদের জন্য উৎসর্গ করলাম। ভেবোনা তোমরা একা, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন”।
অপরদিকে ইসরাইলকে বলা হয়েছে, “কেমন লাগছে তোমাদের? আমাদের নাম মনে আছে? আমরা বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স। আমরা তোমাদের বরবাদ করে দেব। সাইবার জগতে এবং বিশ্বে তোমাদের কোনো অধিকার নেই। ক্যান্সারের টিউমার ছাড়া তোমরা আর কিছু নও। আমরা বারবার তোমাদের আঘাত করবো।”
হ্যাক করা অধিকাংশ ওয়েবসাইট বিভিন্ন বাণিজ্য, আইনজীবী ও ওয়েব সার্ভিস প্রতিষ্ঠানের। এই প্রতিবেদন লেখাকালীন বেশ কিছু ওয়েবসাইট সংশ্লিষ্ট অ্যাডমিনিস্ট্রেটররা ঠিক করে ফেললেও আবার পরে হামলা চালানো হবে।
এছাড়াও এই খবর বাংলাদেশের এবং বিদেশের স্বনামধন্য পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনাদের সুবিধার্থে নিম্নে তা দেওয়া হলঃ
রিয়েল টাইম নিউজ
ইউকে-বিডি নিউজ