আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা ??
অনেকেই ইউটিউব ওপেন করেছেন বিভিন্ন way তে । অনেকে আবার দেখি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করেন । কেও আবার প্রক্সি ।
ভাই বললে হইত চাপাবাজি হবে তবুও সত্য । যেদিন বাংলাদেশ এ ইউটিউব বন্ধ করল আমি সেদিনও ইউটিউব এ ব্রাউস করেছি, গান ডাউনলোড করেছি । এখন আপনাদের কিভাবে prove দেখাবো বলেন ? আমার কাছে কোন প্রমান নেই ।
আমি যে কাজটা করতাম —
আমি আমার Gmail এ আমার অ্যাকাউন্ট লগিন করতাম তারপর https://www.youtube.com/ এভাবে নতুন ট্যাব এ লেখে এন্টার করতাম । আমার কখনই কোন সমস্যা হইনি ।
অনেকে এখনও জিজ্ঞাসা করে বাংলাদেশে কি আর ইউটিউব ওপেন হবেনা ? আরে ভাই আমার কথা হল আমি নরমাল ভাবে সব সময় ইউটিউব ব্যবহার করছি । আমার কোন সমস্যা হইনি এখন পর্যন্ত । ভাই বিশ্বাস না হলেও আমার কিছু করার নেই । আমার গান ডাউনলোড করতেও কোন সমস্যা হইনি ।
just applying this way u can easily use youtube .
কোন ভুল হলে মাফ করবেন ।
আমার পরবর্তী পোস্ট টি হবে আমজনতার এন্টিভাইরাস সমস্যা নিয়া । ইনশাল্লাহ solve হবেই ।
আগেই জানতাম
ধন্যবাদ আপনাকে
tahole
https://www.youtube.com এই লিঙ্কে যান এরপর দেখেন ইউটিউব আসে কিনা। :D
বুঝসি কেমনে আসছে http এর জায়গায় https
http হবে না হবে https। আমি তো সুন্দর ভাবে ইউটিউব চালাই। আর যদি https না দিয়ে শুধু www দেই তাহলে আর ওপেন হয় না।
আমিও আপনার মত একই উপায়ে অনেক দিন ধরে ইউটিউব চালাচ্ছি…… আমারও কোনো সমস্যা হচ্ছে না……
আমিও উইন্ডোজ সেভেন ব্যবহার করি। তবে ইউটিউবে ঢুকলেই খালি Access Denied (policy_denied) দেখায়। কিন্তু আমি ইউটিউব থেকে এখনও ভিডিও ডাউনলোড করতে পারি। :D
আমি ঢূকতেও পারিনা
Windows Sevan এ কি ওপেন হয়না
আমি তো ৭ এ ব্যবহার করতেছি ।
তাইলে আমার টায় হয়না কেন ????
ভাই আমার টায় তো ওপেন হয়না
কালকে দেখলাম,কোনোকিছু ছাড়াই Youtube Original Wayতে ওপেন হচ্ছে ।
হুম ভাই আমিও সেটাই জানি কিন্তু এখনো অনেকে বলে বাংলাদেশে কি আর ইউটিউব ওপেন হবেনা ? ……